নিউজরাজ্য

উত্তরবঙ্গ সফরে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকর, থাকবেন গোটা নভেম্বর মাস

Advertisement
Advertisement

এবার গোটা একমাসের জন্য উত্তরবঙ্গ সফরে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি সকাল ৬ টা নাগাদ শিয়ালদহ স্টেশন থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে চড়ে উত্তরবঙ্গে রওনা দিয়েছেন। গোটা নভেম্বর মাস তিনি উত্তরবঙ্গে থাকবেন ও প্রশাসনিক কাজকর্ম নিয়ন্ত্রণ করবেন উত্তরবঙ্গ থেকেই বলে রাজভবন সূত্রের খবর। উত্তরবঙ্গে থাকাকালীন তিনি বিভিন্ন রাজনৈতিক নেতা মন্ত্রীদের সাথে বৈঠক করবেন বলেও জানিয়েছেন তিনি। এই একমাসের উত্তরবঙ্গ সফর তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন রাজ্যপাল।

Advertisement
Advertisement

কাঞ্চনকন্যা এক্সপ্রেসে ওঠার আগে ধনকর জানান, তিনি বর্তমানে উত্তরবঙ্গ সম্বন্ধে বেশ ওয়াকিবহাল। তিনি সেখানকার মানুষ ও সংস্কৃতির সম্বন্ধে বিস্তর পড়াশোনা করেছেন। এরপর তিনি সেখানে গিয়ে সমাজের সমস্ত স্তরের মানুষের সাথে মেলামেশা করে তাদের সমস্যা জানতে চান। তারপর নিজের সাংবিধানিক ক্ষমতার আওতায় থেকে সাধারণ মানুষের সমস্যা সমাধান করাই তার উত্তরবঙ্গ সফরের মূল উদ্দেশ্য। এছাড়াও তিনি উত্তরবঙ্গে কি করে আরো পর্যটন শিল্পে উন্নতি ঘটবে, তা নিয়েও আলোচনা করবেন বলে জানিয়েছেন।

Advertisement

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠক করেন রাজ্যপাল। সেইখানেই তিনি রাজ্যের অরাজকতা নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করেন। আসন্ন ২০২১ সালের বাংলা বিধানসভা নির্বাচন কি করে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে তা নিয়ে তিনি যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেন। এছাড়াও, রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতনের ঘটনা নিয়ে তিনি বেশ চিন্তিত বলে জানিয়েছেন।

Advertisement
Advertisement

সেই সাথে রাজ্যের অপরাধ পরিসংখ্যানের প্রসঙ্গ টেনে তিনি সরাসরি আক্রমণ করেছেন রাজ্য সরকারকে। রাজ্যের পুলিশ প্রশাসনের ব্যর্থতা চোখে আঙ্গুল দিয়ে দেখাতে তিনি টুইট করেছেন, ২০২০ সালের শুধুমাত্র আগস্ট মাসে ২২৩ টি ধর্ষণ ও ৬৩৯ টি অপহরণের ঘটনা ঘটেছে রাজ্যে। এরকম চলতে থাকলে রাজ্যের মানুষও এবার পুলিশের ওপর থেকে আস্থা হারাবে বলে তার দাবি।

Advertisement

Related Articles

Back to top button