করোনা আবহয়েও সাত দিন ধরে বিয়ের অনুষ্ঠান চালিয়ে গেলেন নেহা-রোহনপ্রীত। এক এক দিন একেক সাজে সেজে উঠেছিলেন এই দুই সেলেব দম্পতি। কখনো লাল লেহেঙ্গা তো কখনো পিঙ্ক লেহেঙ্গা তো কখনো সাদা লেহেঙ্গা। বিভিন্ন অনুষ্ঠানে ভিন্ন ভিন্ন লুকে ধরা দিয়েছিলেন নেহুপ্রীত।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএবারে রিসেপশনে একেবারে স্বামীর ঠোঁটে ঠোঁট রেখে প্রেম নিবেদন করেন নেহা। গোলাপি লেহেঙ্গায় অসাধারণ লাগছিলেন নেহা।
নেহা ও রোহন দুইজনেই যেহেতু পাঞ্জাবী তাই দু’জনেই শিখ রীতি মেনে গুরুদ্বারে সম্পন্ন করেন তাঁদের মূল বিয়ে।
তবে, দিল্লির এক পাঁচতারা হোটেলে বসেছিল তাঁদের মেহেন্দি, সঙ্গীত, জয়মালা, এবং সাত ফেরে অনুষ্ঠান।
View this post on Instagram