Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চুপিসারে বিয়ে সারলেন ‘ইষ্টি কুটুম’ সিরিয়ালের জনপ্রিয় ঋষি কৈশিক, জানুন পাত্রী কে?

"একদিন প্রতিদিন" থেকে বাংলা সিরিয়ালের পথে যাত্রা শুরু ঋষি কৌশিকের। এরপর 'এখানে আকাশ নীল' এর উজান, তারপরের যাত্রা সুদূরপ্রসারী। 'ইষ্টি কুটুম' হোক বা 'কুসুমদোলা' সবেতেই ভীষণ জনপ্রিয় ঋষি কৌশিক। বয়স…

Avatar

“একদিন প্রতিদিন” থেকে বাংলা সিরিয়ালের পথে যাত্রা শুরু ঋষি কৌশিকের। এরপর ‘এখানে আকাশ নীল’ এর উজান, তারপরের যাত্রা সুদূরপ্রসারী। ‘ইষ্টি কুটুম’ হোক বা ‘কুসুমদোলা’ সবেতেই ভীষণ জনপ্রিয় ঋষি কৌশিক। বয়স ৪১ এর দোরগোড়ায়। ব্যাচেলর। স্বপ্নবিলাসী ও ভ্রমণবিলাসী। মেয়েরা পাগল ঋষির জন্য। যখনই পর্দায় আসেন তখনই হিট।

চুপিসারে বিয়ে সারলেন 'ইষ্টি কুটুম' সিরিয়ালের জনপ্রিয় ঋষি কৈশিক, জানুন পাত্রী কে?

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এবারে, ঋষি কৌশিককে দেখা গেল বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবীরের সঙ্গে। তবে কি বিয়ে করতে চলেছেন অভিনেতা? জল্পনা তুঙ্গে।

 

View this post on Instagram

 

A post shared by Rishi Kaushik (@rishikaushik13) on

ভাবছেন কে এই সাফা কবীর? ওহ ইনি একজন বাংলাদেশি অভিনেত্রী, মডেল, গল্পকার ও চিত্রনাট্যকার। এই ছবি প্রসঙ্গে ঋষি ও সাফা জানান যে শুটিংয়ের প্রয়োজনেই এমন ছবি তুলেছেন তাঁরা। বাংলাদেশের একটি নাটক, ‘চিলেকোঠার ভালোবাসা’তে অভিনয় করতে চলেছেন ঋষি কৌশিক। বিপরীতে থাকছেন সাফা। আফরিন জামান লীনার রচনা ও রাকেশ বসুর পরিচালনায় এই নাটক সম্পাদিত হবে।

চুপিসারে বিয়ে সারলেন 'ইষ্টি কুটুম' সিরিয়ালের জনপ্রিয় ঋষি কৈশিক, জানুন পাত্রী কে?

এই ছবিতে ঋষিকে একদম বরের বেশে দেখে হতবাক সবাই। বিশেষ করে ফিমেল ফলোয়ার্সরা তো কিছুতেই মানতে পারেননি ঋষির বিয়ে। তাও নিঃশব্দে। শেষে জল্পনার অবসান ঋষি করে দিয়েছেন। একেই বলে কেরিয়ারকে একধাপ আরও এগিয়ে নিয়ে যাওয়া। টলিউড থেকে বাংলাদেশে ভাব জমালেন মোস্ট হ্যান্ডসাম ঋষি কৌশিক।

চুপিসারে বিয়ে সারলেন 'ইষ্টি কুটুম' সিরিয়ালের জনপ্রিয় ঋষি কৈশিক, জানুন পাত্রী কে?

About Author