দেখতে দেখতে ২৩ বছর হয়ে গেল মেয়ের। মেয়েরা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, নিমেষে পরিবর্তন হয় তাঁর শরীর, চেহারা, রং, স্বভাব। তেমনই ‘বালিকা বধূ’ সিরিয়ালের ছোট্ট আনন্দী এখন নবযৌবনা। সেই গোলগাল মিষ্টি মেয়ে আজকে অসামান্য সুন্দরী হয়ে উঠেছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now‘আনন্দী’ র আসল নাম অভিকা গৌর। মাত্র ১১ বছর বয়সে মূল চরিত্রে অভিনয় করা মেয়ে আজ সম্পূর্ণ আলাদা। মুম্বই থেকে পড়াশোনা শেষ করে চিত্র পরিচালনা নিয়ে কোর্স করেছেন।
এক বছর আগে তার নিজের চেহারা আয়নায় দেখতে তার বিরক্ত লাগত, কিন্তু এই ১ বছরে ১৩ কেজি ওজন কমিয়েছেন অভিনেত্রী। হয়ে উঠেছেন অপরূপা।
‘বালিকা বধূ’ ছাড়াও সসুরাল সিমরকা ধারাবাহিকে রোলির চরিত্রে জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেত্রী।
গুজরাতি পরিবারে বেড়ে ওঠা অভিকা সিরিয়াল করার পাশাপাশি ২০১০ সালে শহিদ কপূর অভিনীত ‘পাঠশালা’ ছবিতে এক স্কুল ছাত্রীর ভূমিকায় অভিনয় করেন এবং ২০১৩-য় তেলুগু ছবি ‘উইয়ালা জাম্পালা’-য় অভিনয় করেন।