Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্সের পাশে থাকার বার্তা দিলেন প্রধানমন্ত্রী

প্যারিস: একে তো করোনার দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে ইউরোপ জুড়ে। যার ফলে নতুন করে করোনা সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে ফ্রান্স সরকার। এমনকি ইউরোপের প্রথম সারির দেশগুলিতে জারি করা হয়েছে করোনা…

Avatar

প্যারিস: একে তো করোনার দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে ইউরোপ জুড়ে। যার ফলে নতুন করে করোনা সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে ফ্রান্স সরকার। এমনকি ইউরোপের প্রথম সারির দেশগুলিতে জারি করা হয়েছে করোনা কারফিউ। আর এরই মধ্যে ফ্রান্সের নিস শহরে হামলার ঘটনা তোলপাড় করে দিয়েছে গোটা বিশ্বকে। আর এবার এই হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্সের পাশে ভারত সদা সর্বদা থাকবে, এমন বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার ফ্রান্সের নিস শহরে গির্জার মধ্যে এক মহিলার মুণ্ডচ্ছেদ করে আততায়ী। আরও দু’জনকে হত্যা করে সে। ঘটনাটি সন্ত্রাসবাদী হামলা বলে মনে করছে প্রশাসন। নিস শহরের মেয়র ক্রিস্টিয়ান এস্ত্রোসি টুইট করে জানান, ‘নিস শহরের নতর দাম গির্জার কাছে বা ভিতরে ঘটনাটি ঘটেছে। আততায়ীকে পাকড়াও করেছে পুলিস। ৩ জনের মৃত্যু হয়েছে। আহত বহু।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই খবর আন্তর্জাতিক মহলে প্রকাশ্যে আসতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে লিখেছেন, ‘ফ্রান্সে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করছি। গির্জার ভিতরে আজকের হামলাও নিন্দনীয়। ফ্রান্সে নিহতদের পরিজনদের সমবেদনা জানাচ্ছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্সের পাশে সব সময় থাকবে ভারত।’

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই প্যারিসে একটি স্কুলে শ্রেণিকক্ষে মহম্মদের ব্যঙ্গচিত্র প্রকাশ করা হয় এবং সেই প্রসঙ্গে শিক্ষককে গলা কেটে হত্যা করা হয়েছিল। নিস শহরে হামলার ঘটনার সঙ্গে প্যারিসের ওই নৃশংস ঘটনার যোগ আছে কিনা, তা স্পষ্ট নয়। সমস্ত ঘটনা খতিয়ে দেখছে ফ্রান্সের পুলিশ।

About Author