Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মা হয়েছেন শুভশ্রী, শরীর ফিট রাখতে জিমে ওয়ার্কআউট শুরু করলেন নায়িকা

ইদানিং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী সোশ্যাল মিডিয়ায় অধিক মাত্রায় অ্যাকটিভ থাকছেন। সম্প্রতি তিনি শেয়ার করলেন একটি জিমের ছবি। শুভশ্রী ছবি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় সাইবার দুনিয়ায়। শুভশ্রীকে নেটিজেনরা…

Avatar

ইদানিং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী সোশ্যাল মিডিয়ায় অধিক মাত্রায় অ্যাকটিভ থাকছেন। সম্প্রতি তিনি শেয়ার করলেন একটি জিমের ছবি। শুভশ্রী ছবি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় সাইবার দুনিয়ায়। শুভশ্রীকে নেটিজেনরা প্রশ্ন করেন, কি করে তিনি এত তাড়াতাড়ি স্লিম অ্যান্ড ট্রিম হলেন। কিন্তু পরে শুভশ্রী রহস্য ফাঁস করেন। তিনি বলেন, এটি মা হওয়ার অনেক আগে জিমে ওয়ার্কআউট করার ফাঁকে তোলা ছবি। তবে তিনি আবার এই শেপে ফিরতে চান। এই বিষয়ে পরিচালক ও ডান্স কোরিওগ্রাফার বাবা যাদব তাঁকে অনেক মোটিভেট করছেন এবং সাহায্য করছেন। ফলে বাবা যাদবকে শুভশ্রী ধন্যবাদ জানান। তবে নেটিজেনরা শুভশ্রীর মাতৃত্ব পরবর্তী ছবি দেখেও আপ্লুত। তাঁরা শুভশ্রীর এখনকার সৌন্দর্যকে মাতৃত্বের সৌন্দর্য বলে বর্ণনা করেছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি গত মাসে শুভশ্রী ও পরিচালক রাজ চক্রবর্তীর পুত্রসন্তান ইউভানের জন্ম হয়। ইউভানের জন্মের আগে গর্ভধারণের সময় থেকে মা ও শিশুর স্বাস্থ্যের কারণে শুভশ্রীর ডায়েট ও ওয়ার্কআউট বন্ধ হয়ে যায়। ফলে টোনড ও ছিপছিপে চেহারার শুভশ্রী বেশ কিছুটা ওয়েট গেন করেন। মাতৃত্বকালীন সময়ে বা মা হবার পর শুভশ্রী কিছু বিজ্ঞাপনের কাজ করেছেন। কিন্তু সেগুলির শুটিং তাঁর বাড়িতেই হয়েছিল। তবে এবার তিনি ধীরে ধীরে সিনেমার ফ্লোরে ফিরতে চাইছেন। ফলে তাঁর ওজন কমানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

ইউভানের জন্মের আগে শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তী পরিচালিত ফিল্ম ‘হাবজি গাবজি ‘ র শুটিং শেষ করেছিলেন। এরপর করোনা পরিস্থিতির কারণে লকডাউন হয়ে যায়। ফলে ‘হাবজি গাবজি’ ফিল্মটি আগামী মাসে মুক্তি পাবার কথা রয়েছে। এই ফিল্মে শুভশ্রীর বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা পরমব্রত। রাজ চক্রবর্তী পরিচালিত ফিল্ম ‘প্রলয়’-এর পর ‘হাবজি গাবজি ‘-তে রাজ ও পরমব্রত একসাথে কাজ করলেন। মোবাইল গেমের প্রতি আসক্তি নিয়ে তৈরি হয়েছে এই ফিল্মের গল্প।

About Author