অঙ্কুশের এই করুণ অবস্থা দেখে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তীর মতো টলি সেলেবরা একেবারে হেসেই খুন। শুধুই কি সেলেব? অঙ্কুশ হাজরা যা করলেন, তা দেখে একেবারে হেসে লুটোপুটি নেটিজেনরা। অঙ্কুশ যেই মাত্র তাঁর এই ভিডিও নিজের সোশ্যাল সাইটে শেয়ার করেন সেই মাত্র তা বিদ্যুৎ গতিতে ভাইরাল হয়ে যায়।
পুজোর পর টানতে টানতে জিমে নিয়ে গেলেন ট্রেনার, অঙ্কুশের ভিডিও দেখে হাসি নেটদুনিয়ায়
লকডাউনের সময় দীর্ঘ দিন ধরে বন্ধ জিম, ফলে ফিটনেস উত্সাহীরা ভীষণ মিস করেছেন তাদের জিমখান। এখন প্রায় সব জিম খুলে গেছে। কিন্তু খুললে হবে কি? যদি আপনি বেকে বসেন, যদি…

আরও পড়ুন