Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লক্ষ্মীপূজোয় সংক্রমণ বাড়ার আশঙ্কায় আগামী দুদিন রাজ্যে লকডাউন! বিভ্রান্তি কাটাল কলকাতা পুলিশ

কলকাতা: উৎসবের মরশুমে পশ্চিমবঙ্গের করোনা চিত্রটা ঊর্ধ্বমুখী ছিল। পুজো শুরুর আগেই যেভাবে কেনাকাটার জন্য মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছিল রাস্তায়, তার নিরিখে চার হাজারের ওপরে চলে গিয়েছিল দৈনিক সংক্রমণ। যদিও…

Avatar

কলকাতা: উৎসবের মরশুমে পশ্চিমবঙ্গের করোনা চিত্রটা ঊর্ধ্বমুখী ছিল। পুজো শুরুর আগেই যেভাবে কেনাকাটার জন্য মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছিল রাস্তায়, তার নিরিখে চার হাজারের ওপরে চলে গিয়েছিল দৈনিক সংক্রমণ। যদিও বিজয়া দশমী কাটতেই দৈনিক সংক্রমণ কিছুটা কমেছে, তবুও রাজ্যে করোনা পরিস্থিতি বেশ উদ্বেগজনক। এমন পরিস্থিতিতে রাত পোহালেই লক্ষ্মীপূজো। আর ধনদেবীর আরাধনায় রাজ্যবাসী ফের একবার উৎসবে মেতে উঠলে করোনা আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে রাজ্য। তাই লক্ষ্মীপুজো থেকে আগামী ৪৮ ঘন্টা লকডাউন জারি করেছে রাজ্য সরকার। এই খবর সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। আর সেই বিভ্রান্তি কাটাতে ময়দানে অবশেষে নামতে হল কলকাতা পুলিশকে। টুইট করে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয় এই খবরটি সম্পূর্ণ ভুয়ো।

এই বিষয়ে কলকাতা পুলিশ নিজেদের টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে লিখেছে, ‘সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত খবরটি একেবারেই ভুয়ো। রাজ্যে নতুন করে লকডাউনের ঘোষণা করা হয়নি। ফলে সাধারণ মানুষের নতুন করে আতঙ্কিত হয়ে পড়ার কোনও কারণ নেই।’ কলকাতা পুলিশের পক্ষ থেকে এই বিভ্রান্ত কাটানোর জন্য স্বস্তি পেয়েছে রাজ্যবাসী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত এই প্রথম দৈনিক সংক্রমণের সংখ্যার থেকে বাড়ল সুস্থতার সংখ্যা। বুধবার রাজ্য সরকারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ৩,৯২৪ জন। অন্যদিকে, সুস্থ হয়েছে ৩,৯২৫ জন। সুস্থ ও আক্রান্তের সংখ্যার তফাত খুব কম হলেও তা আশা জাগাতে পারে রাজ্যবাসীর মনে। সুতরাং, সব মিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে মোট ৩,৬১,৭০৩ জন। সুস্থ হয়েছে ৩,১৭,৯২৪ জন। সুস্থতার হার ৮৭.৯০ শতাংশ।

About Author