Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ইউভান থেকে কাবীর! জন্ম থেকেই যেসব স্টারকিডরা সেলেব, দেখে নিন এক নজরে

২০১৮ থেকে ২০ র মধ্যে টলি পাড়ায় অনেক নতুন সদস্যের আগমন হয়েছে। এককথায় সবাই খুদে সেলিব্রিটি। যেহেতু এটা ২০২০ তাই ২০ দিয়ে শুরু করা যাক। প্রথমেই আসি রাজ-পুত্তুর ইউভানকে নিয়ে।…

Avatar

২০১৮ থেকে ২০ র মধ্যে টলি পাড়ায় অনেক নতুন সদস্যের আগমন হয়েছে। এককথায় সবাই খুদে সেলিব্রিটি। যেহেতু এটা ২০২০ তাই ২০ দিয়ে শুরু করা যাক। প্রথমেই আসি রাজ-পুত্তুর ইউভানকে নিয়ে। বর্তমানে ইউভান এখন হট কেক। সোশ্যাল মিডিয়ায় ইউভান বেশ পপুলার। অপারেশন থিয়েটার থেকেই জনপ্রিয়তা ছিনিয়ে নিয়েছে রাজ-শুভশ্রী’র প্রথম সন্তান ইউভান চক্রবর্তী। গত ১২ সেপ্টেম্বর জন্ম হয় ইউভানের।

ইউভান থেকে কাবীর! জন্ম থেকেই যেসব স্টারকিডরা সেলেব, দেখে নিন এক নজরে

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এবার আসি কন্যা সন্তানে। এতো মিষ্টি একটা মেয়ে যাকে দেখলেই আপনার আদর করতে ইচ্ছা করবে। সেও সেলিব্রিটি, কিন্তু তাঁর মা তাঁকে ক্যামেরার ঝলকানি থেকে দুরেই রেখেছিলেন বেশ কিছু মাস পর্যন্ত। অবশেষে পুজোর মুখে মেয়ের মুখ দেখালেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়।২০১৯-র মাঝামাঝি সময়ে জন্ম হয় অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ব্যবসায়ী স্বামী সুরজিৎ হারি-র মেয়ে কিয়া।

ইউভান থেকে কাবীর! জন্ম থেকেই যেসব স্টারকিডরা সেলেব, দেখে নিন এক নজরে

এবারে আবারও ফিরি পুত্র তে। ‘মিতিন মাসি’ হিট হওয়ার পরে প্রেগন্যান্সির সুসংবাদ দেন কোয়েল মল্লিক। এরপর ২০২০ তেই লকডাউনের মধ্যেই মে মাসে কোয়েল মল্লিক ও নিসপাল সিং- র কোল আলো করে আসে খুদে কবীর। এই নামটিও পুজোর মধ্যে খোলসা করেন অভিনেত্রী। কোয়েল নিজেই পোস্টে করে লিখেছিলেন, ” মহাঅষ্টমীর শুভ তিথিতে আমরা সকলে খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের ছেলের নাম কবীর”।

ইউভান থেকে কাবীর! জন্ম থেকেই যেসব স্টারকিডরা সেলেব, দেখে নিন এক নজরে

এবার ফিরবো ২০১৮ তে, একটু পিছনে। এই খুদে ছেলেটিও বেশ বড় সেলিব্রিটি। পুঁচকে ছেলে নাকি মায়ের সঞ্চালনা মন দিয়ে দেখে। হ্যাঁ, কথা হচ্ছে পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় এবং জনপ্রিয় রান্নার শো-র সঞ্চালিকা সুদীপ চট্টোপাধ্যায়ের ছেলেকে নিয়ে। ২০১৮-র শেষ দিকে জন্ম হয় তাঁদের ছেলে আদিদেভ চট্টোপাধ্যায়ের।

ইউভান থেকে কাবীর! জন্ম থেকেই যেসব স্টারকিডরা সেলেব, দেখে নিন এক নজরে

শেষ হবে মেয়ে দিয়েই। এখন যার কথা বলব, সে একজন বাংলা সিরিয়ালের অভিনেত্রী। ইউভানের কয়েকদিন পরেই একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেয় অঙ্কিতা মুজুমদার পালের প্রথম কন্যা সন্তান। জড়োয়ার ঝুমকো-খ্যাত এই অভিনেত্রীকে বহুবার সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতে দেখা গিয়েছে। দেখুন কি চমৎকার মেয়ে।

ইউভান থেকে কাবীর! জন্ম থেকেই যেসব স্টারকিডরা সেলেব, দেখে নিন এক নজরে

About Author