Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

১২ বছরের বড় এক সুন্দরীর প্রেমে পাগল মোস্ট হ্যান্ডসাম সলমন খান

সালমান মানেই একগুচ্ছ নাম। কখনো 'চির কুমার' কখনো 'মোস্ট হ্যান্ডসাম' কখনো 'মোস্ট ওয়ান্টেড ব্যাচেলর'। ৫০ পেরিয়ে গেছেন তাও কত অভিনেত্রী ভাইজানের প্রেমে হাবুডুবু খান তা বলার অপেক্ষা রাখে না। অবশ্য…

Avatar

সালমান মানেই একগুচ্ছ নাম। কখনো ‘চির কুমার’ কখনো ‘মোস্ট হ্যান্ডসাম’ কখনো ‘মোস্ট ওয়ান্টেড ব্যাচেলর’। ৫০ পেরিয়ে গেছেন তাও কত অভিনেত্রী ভাইজানের প্রেমে হাবুডুবু খান তা বলার অপেক্ষা রাখে না। অবশ্য অনেকেই সল্লুর ব্যাচেলার থাকার জন্য ঐশ্বর্যকেই দ্বায়ী করেছেন। যদিও এই ব্যাপারে স্পিকটি নট সালমান।

১২ বছরের বড় এক সুন্দরীর প্রেমে পাগল মোস্ট হ্যান্ডসাম সলমন খান

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গুঞ্জন আসছে, সালমান নাকি ঐশ্বর্য বা ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক নিয়ে ভাবুক নন, বরং বয়সে প্রায় ১৫ বছরের বড় এক নায়িকার জন্যেই বিয়ের পিঁড়িতে বসেননি বলিউডের এই লাভার বয়।

১২ বছরের বড় এক সুন্দরীর প্রেমে পাগল মোস্ট হ্যান্ডসাম সলমন খান

ঐশ্বর্য থেকে ক্যাটরিনা বাদে আপনি কার নাম ভাবছেন? সংগীতা বিজলানি, সোমি আলি, ইউলিয়া, জ্যাকলিন? না না একদম না।

১২ বছরের বড় এক সুন্দরীর প্রেমে পাগল মোস্ট হ্যান্ডসাম সলমন খান

সবার কাছে সালমান এখন ত্রাতা। বন্ধুর মত সবার পাশে থাকেন ভাইজান। যেকোনো অভিনেত্রীর অসময়ে পাশে দাঁড়ান সালমান।

১২ বছরের বড় এক সুন্দরীর প্রেমে পাগল মোস্ট হ্যান্ডসাম সলমন খান

তবে কার জন্যে বিয়ে করলেন না সালমান খান?

১২ বছরের বড় এক সুন্দরীর প্রেমে পাগল মোস্ট হ্যান্ডসাম সলমন খান

এক সাক্ষাৎকার থেকে জানা গিয়েছিল যে সলমন যেখানেই যান তাকে অনুকরণ করেন। তারপর থেকেই জল্পনা আরও গাঢ় হতে শুরু করে। কে সেই সুন্দরী?

১২ বছরের বড় এক সুন্দরীর প্রেমে পাগল মোস্ট হ্যান্ডসাম সলমন খান

একটি পুরনো সাক্ষাৎকারে ভাইজান জানিয়েছিলেন যে চিরযৌবনা রেখার জন্য একসময় পাগল ছিলেন এবং তাকে বিয়েও করতে চেয়েছিলেন। এদিকে রেখাও ছাড়বার পাত্রী নন, সুযোগ বুঝে তিনিও বলেন, ‘শায়াদ মেরিবি ইসিলিয়ে না হুঁই’।

১২ বছরের বড় এক সুন্দরীর প্রেমে পাগল মোস্ট হ্যান্ডসাম সলমন খান

বর্তমানে ভাইজান সম্পূর্ণ একা হলেও বলিউডের অভিনেত্রীদের ‘মাসিহা’। বন্ধুত্বের নাম ভাঙ্গিয়ে ক্যাটরিনার সঙ্গে এখনও জমাটি প্রেম চালিয়ে যাচ্ছেন বলিউডের মোস্ট হ্যান্ডসাম ব্যাচেলর সালমান খান।

১২ বছরের বড় এক সুন্দরীর প্রেমে পাগল মোস্ট হ্যান্ডসাম সলমন খান

About Author