পাটনা: আর মাত্র পাঁচ দিনের অপেক্ষা। তারপরে বিহারে বহুপ্রতীক্ষিত বিধানসভা নির্বাচন। আর আজ, শুক্রবার উৎসবের মুখে বিহারে ভোটের প্রচারে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নীতিশ কুমারকে পাশে বসিয়ে কার্যত নির্বাচনী প্রচারের ময়দানে নেমে পড়েছেন তিনি।
গতকাল, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের সকল বসবাসকারী মানুষদের দূর্গাপূজোর শুভেচ্ছা জানিয়ে বাংলায় ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী। আর ঠিক তার 24 ঘন্টা পর এই নির্বাচনী প্রচারের মেজাজে দেখা মিলল মোদিকে। বিজেপির জমানায় আরজেডি-কংগ্রেস জোট ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এমন বার্তাই দিয়েছেন প্রধানমন্ত্রী।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowনির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী বললেন, ‘আরজেডি-কংগ্রেসের জমানায় বিহার জঙ্গলরাজে পরিণত হয়েছে। নীতিশের 15 বছরে বিহার রোগমুক্ত হয়েছে। আগের সরকার বিহারকে লুঠ করেছে। বিরোধীরা কৃষি উন্নয়নে বিরোধিতা করছে। এরা কেউ কৃষির উন্নয়ন চায় না। কিন্তু বিহারে আমরা কৃষকদের উন্নয়নের কথা বলে এসেছি। ভবিষ্যতেও বলব।
একদিকে যখন বিহারে নির্বাচনী প্রচারে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ঠিক তার উল্টোদিকেই আজ নির্বাচনী প্রচারে নেমেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বিহার ভোটে আরজেডি এবং বামেদের সঙ্গে হাত মিলিয়েছে কংগ্রেস। সুতরাং, সব মিলিয়ে আজ বিহারে নির্বাচনী প্রচারে হাড্ডাহাড্ডি লড়াই, এমনটা বলাই যায়।