Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আলোয় উদ্দীপ্ত মায়ের মুখ, কেমন হল সুদীপার বাড়ির দুর্গা? রইল ছবি

বাংলায় মল্লিক বাড়ির দুর্গা পুজো জমজমাট না হলেও পুজো হচ্ছে সুদীপা চট্টোপাধ্যায়ের বাড়িতে। সেজে উঠেছে বাড়ি আরতি, ধুনচি, ফুল-মালা আর রঙিন লাইটে। আমন্ত্রিত অনেকে। এই বাড়ির পুজোতে প্রতিবারই হাজির থাকেন…

Avatar

বাংলায় মল্লিক বাড়ির দুর্গা পুজো জমজমাট না হলেও পুজো হচ্ছে সুদীপা চট্টোপাধ্যায়ের বাড়িতে। সেজে উঠেছে বাড়ি আরতি, ধুনচি, ফুল-মালা আর রঙিন লাইটে। আমন্ত্রিত অনেকে।

আলোয় উদ্দীপ্ত মায়ের মুখ, কেমন হল সুদীপার বাড়ির দুর্গা? রইল ছবি

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই বাড়ির পুজোতে প্রতিবারই হাজির থাকেন প্রচুর সেলিব্রিটিরা, এবারেও সবাইকে আমন্ত্রন জানানো হয়েছে। সমস্ত সতর্কতা মেনেই আয়োজন করা হয়েছে শারদীয়া মহোৎসবের।

আলোয় উদ্দীপ্ত মায়ের মুখ, কেমন হল সুদীপার বাড়ির দুর্গা? রইল ছবি

‘রান্নাঘর’ এর রাণী তাঁর ইন্সটাগ্রামে বাড়ির পুজোর কিছু ছবি শেয়ার করেছেন সবার সঙ্গে। একদম সপরিবারে পুজোর আয়োজনে মেতে উঠেছেন সুদীপা, পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় ও ছেলে আকাশ চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে।

আলোয় উদ্দীপ্ত মায়ের মুখ, কেমন হল সুদীপার বাড়ির দুর্গা? রইল ছবি

অন্যবারের মত এইবছর ধূমধাম করে পুজো না করলেও আত্মীয় সজনদের সঙ্গে জমিয়ে আড্ডা দিচ্ছেন ‘রান্নঘর’ এর রাণী সুদীপা।

আলোয় উদ্দীপ্ত মায়ের মুখ, কেমন হল সুদীপার বাড়ির দুর্গা? রইল ছবি

About Author