Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনায় আক্রান্ত হৃত্বিক রোশনের মা পিঙ্কি রোশন

করোনা আবহয়ে বলিউডের রোশন পরিবার একসঙ্গেই ছিল। লকডাউনের পর রোশন পরিবারের সকলে যে যার নিজ নিজ জায়গায় ফিরে যান, কিন্তু ফিরে আসার পর হৃত্বিক রোশনের মা পিঙ্কি রোশনের কোভিড রিপোর্ট…

Avatar

করোনা আবহয়ে বলিউডের রোশন পরিবার একসঙ্গেই ছিল। লকডাউনের পর রোশন পরিবারের সকলে যে যার নিজ নিজ জায়গায় ফিরে যান, কিন্তু ফিরে আসার পর হৃত্বিক রোশনের মা পিঙ্কি রোশনের কোভিড রিপোর্ট পজিটিভ আসে। যদিও তাঁর শরীরে এই ভাইরাসের কোন উপসর্গ নেই। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হৃত্বিকের মা পিঙ্কি জানিয়েছেন যে সমস্ত সতর্কতা অবলম্বন করে বাড়ির প্রত্যেক সদস্য ও কর্মীদের প্রতি ২০ দিন অন্তর করোনা পরীক্ষা করিয়েছি। বর্তমানে, আমার রিপোর্ট পজিটিভ আসে।

আমার করোনা ধরা পড়লেও কোনও উপসর্গ নেই। চিকিৎসকরা আমায় পরামর্শ দিয়েছেন শরীরচর্চা, যোগা নিয়মিত করলে অনেকটাই প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারবো। ১৫ দিন হয়ে গেল আমি করোনা আক্রান্ত। আগামীকাল আমার আরও একটি পরীক্ষা হবে। আশাকরি এবার রিপোর্ট নেগেটিভ আসবে। এরপরেও পিঙ্কি রোশন এও জানান যে তিনি তাঁর মা, মেয়ে সুনয়না ও নাতনির সঙ্গে ছিলেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

করোনায় আক্রান্ত হৃত্বিক রোশনের মা পিঙ্কি রোশন

পিঙ্কি রোশনের সাক্ষাৎকার থেকে জানা যায়, হৃত্বিক ও সুজান একই সঙ্গে একই ছাদের তলায় ছিলেন লকডাউন চলাকালীন। অবশ্য, সুজানও তাঁর দুই ছেলেকে নিয়ে ভারসোভার ফ্ল্যাটে চলে যান লকডাউন উঠে যাওয়ার পর।

About Author