Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ক্যান্সার জয়ী সঞ্জয় দত্ত! ট্যুইটারে শেয়ার করলেন পোস্ট

সঞ্জয় দত্ত। একদিকে তাঁকে বলিউডে 'বাবা' বলা হয়, অন্যদিকে 'মুন্নাভাই' আবার এই সঞ্জয় দত্ত মুম্বই বিস্ফোরণের সময় বেআইনি অস্ত্র রাখার দায়ে শাস্তির কোপে পড়েন। বলিউড মানেই এক ভয়ঙ্কর রসিকতা। এই…

Avatar

সঞ্জয় দত্ত। একদিকে তাঁকে বলিউডে ‘বাবা’ বলা হয়, অন্যদিকে ‘মুন্নাভাই’ আবার এই সঞ্জয় দত্ত মুম্বই বিস্ফোরণের সময় বেআইনি অস্ত্র রাখার দায়ে শাস্তির কোপে পড়েন। বলিউড মানেই এক ভয়ঙ্কর রসিকতা। এই রসিকতায় হারিয়ে যায় মানুষের ইমোশন। তাইতো সঞ্জয় দত্তের ওঠা-নামা নিয়ে তাঁর অনুরাগীরাও বিভ্রান্ত। আদৌ কি তিনি ক্যানসার জয় করেছেন? সুস্থ আছেন কি? শ্যুটিং এ নেমেছেন সেই ছবি ‘সঞ্জুবাবা’ আগেও শেয়ার করেছেন। তবে কি তিনি ক্যান্সারকে মাত দিয়েছেন? এমনই নানান প্রশ্নের মুখে সঞ্জয় দত্ত ট্যুইটারে একটি পোস্ট শেয়ার করেন। চলুন দেখে নিই সেই পোস্ট।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে কি ক্যান্সারকে ইতিমধ্যেই হারিয়ে ফেলেছেন সঞ্জয় দত্ত? এদিন তিনি নিজে ট্যুইট করে লেখেন, ‘শেষ কয়েকটা সপ্তাহ আমার এবং গোটা পরিবারের জন্য খুব কঠিন সময় ছিল। তবে যেমন কথাতেই আছে আরও কঠিন সৈনিকে পরিণত করতেই ভগবান আমাদের যুদ্ধে নামান। আজ আমার সন্তানদের জন্মদিনে আমি খুব আনন্দিত যে এই যুদ্ধে আমি জয়লাভ করতে পেরেছি এবং ওদের সেরা উপহার দিতে পেরেছি- আমার পরিবারের সুস্বাস্থ্য ও মঙ্গল। ” এর পাশাপাশি তিনি এও লেখেন, “আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাইব কোকিলাবেন হাসপাতালের ডঃ সেওয়ান্তি এবং তাঁর চিকিৎসক, নার্স ও গোটা মেডিকাল টিমকে। যাঁরা গত কয়েক সপ্তাহ ধরে আমার ভীষণরকমভাবে খেয়াল রেখেছেন। আমি সত্যি কৃতজ্ঞ এবং ধন্য।”

ক্যান্সার জয়ী সঞ্জয় দত্ত! ট্যুইটারে শেয়ার করলেন পোস্ট

সুখবর এটাই যে বলিউডের ‘বাবা’ ভালো আছেন।

About Author