নয়াদিল্লি: আজ, বৃহস্পতিবার মহাষষ্ঠী। আর মা দুর্গার বোধনের এই শুভক্ষণে এতদিন যা কোনও প্রধানমন্ত্রী করেননি, আজ তা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দূর্গাপুজো উপলক্ষে বাঙালিদের উদ্দেশ্য করে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। আর সে কথা গতকাল, বুধবার বাংলায় টুইট করে আরও একবার সকলকে মনে করিয়ে দেন তিনি।
বাংলা ভাষায় টুইট করে এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আগামীকাল বাঙালির প্রিয় দুর্গোৎসবের মহাষষ্ঠী। এই বিশেষ দিনটিতে আগামীকাল দুপুর বারোটায় পশ্চিমবঙ্গে আমার সমস্ত ভাই-বোনেদের আমি শুভেচ্ছা জানাবো ও পুজোর আনন্দ একসঙ্গে ভাগ করে নেব। সঙ্গে থাকবেন।’ মুহুর্তের মধ্যে প্রধানমন্ত্রীর এই টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowরাজ্যে সকলের উদ্দেশ্যে আজ ষষ্ঠীর দিনে প্রধানমন্ত্রী ভাষণ দেওয়ার পাশাপাশি সল্টলেকের একটি পুজো উদ্বোধন করবেন। ভাষণ এবং উদ্বোধনী অনুষ্ঠান হবে ভার্চুয়ালি। রাজ্যের 74 হাজার বুথ এলাকায় এই অনুষ্ঠান লাইভ টেলিকাস্ট করা হবে। জানা গিয়েছে, এই উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইবেন কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়। এমনকি একটি বিশেষ নৃত্য পরিবেশন করতে দেখা যাবে ডোনা গঙ্গোপাধ্যায়কে। হাইকোর্টের সমস্ত নিয়ম মেনেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে দাবি করেছেন মুকুল রায়। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। আর তার আগে বাঙালির সেন্টিমেন্ট দুর্গাপুজোকে কাজে লাগাতে চাইছে বিজেপি। আর তাই প্রধানমন্ত্রীর এই ভাষণ, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।