Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চুটিয়ে প্রেম করছেন কুমার শানুর ছেলে জান, জানুন কার সঙ্গে?

বর্তমানে বিগ বসের ঘরে রয়েছেন কুমার সানুর ছেলে জান কুমার সানু। ২০২০ র বিগবসের ঘরে বসে একদিকে চুটিয়ে প্রেম করছেন বিগ বস ১৪-র প্রতিযোগী নিক্কি তম্বোলির সঙ্গে, অন্যদিকে মুক্তি পেল…

Avatar

বর্তমানে বিগ বসের ঘরে রয়েছেন কুমার সানুর ছেলে জান কুমার সানু। ২০২০ র বিগবসের ঘরে বসে একদিকে চুটিয়ে প্রেম করছেন বিগ বস ১৪-র প্রতিযোগী নিক্কি তম্বোলির সঙ্গে, অন্যদিকে মুক্তি পেল কুমার সানুর ছেলে জান কুমার সানুর পুজোর গান ‘মা যে এসে গেল’।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

স্নে উপাধ্যায় এবং জান কুমার সানুর গলাতেই শোনা যাবে এই গান। একদিকে শ্রোতাদের মন জয় করতে আসরে নেমে গেছে তেমনই বিগবসের ঘরেও প্রতিযোগী নিক্কি তম্বোলির মন জয় করাতে মশগুল জান কুমার সানু। দিনরাত প্রায় তাঁরই ব্যাপারে ভেবে যাচ্ছেন তিনি। কিন্তু জান যে নিক্কির প্রেনে হাবুডুবু খাচ্ছেন তা জানলেন কি করে? বাড়ির সিনিয়র সিদ্ধার্থ শুক্লা, গৌহর খান এবং হিনা খান জান আর নিক্কির প্রেম নিয়ে প্রথম সন্দেহ করে। এদিকে বইগ বসের ক্যামেরা ২৪ ঘণ্টা খোলা। তাই কার মনে কোন ফুল ফুটছে তা বোঝা খুব সহজ। হ্যাঁ, বিগ বস ঘরে ঢুকতেই নিক্কির সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে জানের। যদিও নিক্কি এ বিষয় এখনও কিছুই জানেন না, তবে দর্শকরা জানের মন পড়ে নিয়েছেন দিব্য।

চুটিয়ে প্রেম করছেন কুমার শানুর ছেলে জান, জানুন কার সঙ্গে?

কুমার সানুর কথা নতুন করে বলার দরকার নেই। বাংলা হোক বা হিন্দি সবেতেই জমিয়ে হিট গান উপহার দিয়েছেন তিনি। এবার তাঁর ছেলের পালা। দর্শকরা মুখিয়ে আছে বিগ বসের ঘরে কেমন পারফর্ম করে অন্যদিকে প্রথম গান কতটা হিট হয়।

About Author