সম্প্রতি ৮০০ কোটি টাকা দিয়ে মহামূল্যবান পতৌদি প্যালেস কেনেন সাইফ আলি খান। মনসুর আলি খান পতৌদির মৃত্যুর পর নীমরানা হোটেল চেনের মালিকরা তা লিজে নেন। বাবা মনসুর আলি খান পতৌদির মৃত্যুর সময় একটি হোটেল কোম্পানিকে লিজে দেওয়া ছিল পতৌদি রাজপ্রাসাদ। এবারে এই রাজপ্রসাদ ফিরে পাওয়ার জন্য গুনে গুনে ৮০০ কোটি টাকা দিতে হয় সাইফ আলি খানকে। এরপর আবার ব্যান্দ্রায় পতৌদিদের পুরনো ফ্ল্যাটের পরিবর্তে নতুন ঘরে প্রবেশ করতে চলেছেন ‘সইফিনা’। দ্বিতীয় সন্তানের চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেন সইফ, করিনা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowব্যান্দ্রায় আরও একটি বড় বিলাসবহুল অ্যাপর্টমেন্ট কেনার সিদ্ধান্ত নেন সাইফ-করিনা। এখানে ঘরের সংখ্যা বেশি থাকবে ও বড় থাকবে। দ্বিতীয় সন্তান আসার আগেই নতুন অ্যাপর্টমেন্টে শিফট হতে চান এই সেলেব দম্পতি। বর্তমানে পতৌদি রাজপ্রাসাদে রয়েছেন সইফ, করিনা ও তৈমুর। আপাতত সেখানেই নিরিবিলিতে সময় কাটাচ্ছেন সইফিনা ও তৈমুর।
View this post on Instagram