Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লকডাউন শেষ হলেও ভাইরাস চলে যায়নি, হাতজোড় করে দেশবাসীকে অসতর্ক না হওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: করোনা পরিস্থিতির মধ্যেও দেশ জুড়ে এখন উৎসবের মরসুম চলছে। কোথাও নবরাত্রি, কোথাও গরবা, আবার কোথাও দুর্গোৎসব। সব নিয়ে কার্যত জীবনের স্বাভাবিক ছন্দের স্বাদ পেতে মরিয়া দেশবাসী। কিন্তু আনন্দে গা…

Avatar

নয়াদিল্লি: করোনা পরিস্থিতির মধ্যেও দেশ জুড়ে এখন উৎসবের মরসুম চলছে। কোথাও নবরাত্রি, কোথাও গরবা, আবার কোথাও দুর্গোৎসব। সব নিয়ে কার্যত জীবনের স্বাভাবিক ছন্দের স্বাদ পেতে মরিয়া দেশবাসী। কিন্তু আনন্দে গা ভাসাতে গিয়ে করোনা সুনামি দেশে যেন না হয়, জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে এমন বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘জীবনধারণের জন্য প্রতিদিনই বহু মানুষকে রাস্তায় বেরোতে হচ্ছে। উৎসবের মরশুমে বাজারে সুদিনও ফিরছে। কিন্তু লকডাউন শেষ হয়ে গেলেও ভাইরাস চলে যায়নি। গত সাত-আট মাস ধরে প্রত্যেকটা ভারতীয় নাগরিকের চেষ্টার ফল হিসেবে করোনাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। কিন্তু এই নিয়ন্ত্রণকে বিগড়ে যেতে দেবেন না বা আনন্দে গা ভাসাতে গিয়ে এই নিয়ন্ত্রণকে বাড়িয়ে দেবেন না। যেমন পাকা ফসল দেখে আত্মবিশ্বাসী হয়ে উঠি। কিন্তু ফসল যতক্ষণ না ঘরে ওঠে, ততক্ষণ আনন্দ করা উচিত নয়। ঠিক তেমনই করোনার বিরুদ্ধে পুরোপুরি সফলতা না পাওয়া পর্যন্ত অসতর্ক হবার অবকাশ নেই। করোনার বিরুদ্ধে লড়াইয়ে একচুলও কমজোর হলে চলবে না। তাই দূরত্ব বজায় রাখুন। প্রতি মুহূর্তে সাবান ও হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুন। বাইরে বেরোলেই অবধারিতভাবে মাস্ক ব্যবহার করুন। হাতজোড় করে প্রার্থনা করছি, উৎসবে গা ভাসাতে গিয়ে বিপদ ডেকে আনবেন না।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এর পাশাপাশি করোনা মোকাবিলায় ভারত যে
উন্নত দেশগুলির থেকে অনেকটাই এগিয়ে তাও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী। এমনকি দেশের সুস্থতার হার আশাব্যঞ্জক, মৃত্যুর হার নগণ্য আর এটা ভারতের পক্ষে আশার আলো। আর এই আশার আলো যেন উৎসবের আলোতে নিভে না যায়, এমন বার্তাই দিয়েছেন তিনি।

About Author