Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ফের আটকালো পালতোলা নৌকো!

সুরজিৎ দাস : ঘরের মাঠে আবার আটকাতে হলো মোহনবাগান কে কলকাতা লিগের ম্যাচে কাস্টমসের মতো তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিরুদ্ধেও জয় ছিনিয়ে আনতে ব্যর্থ সবুজ মেরুন। ভরা গ্যালারির সামনে এদিন একটা…

Avatar

সুরজিৎ দাস : ঘরের মাঠে আবার আটকাতে হলো মোহনবাগান কে কলকাতা লিগের ম্যাচে কাস্টমসের মতো তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিরুদ্ধেও জয় ছিনিয়ে আনতে ব্যর্থ সবুজ মেরুন। ভরা গ্যালারির সামনে এদিন একটা অঘটন ঘটাতেই পারতো মোহনবাগান যার জন্য অনেকাংশ দায়ী মোহনবাগান রক্ষণ ও দলের ফিটনেস। প্রথমার্ধ এর শুরুতেই ২১ মিনিটে ফ্রান গোঞ্জালেসের চোখ ধাঁধানো গোলে এগিয়ে যায় মোহনবাগান এরপরে আর গোল না পেলেও খেলায় মোহনাবাগানের প্রাধান্য বেশি ছিলো।

কিন্তু দ্বিতীয়ার্ধ এ ৬০-৬৫ এর পর দাঁড়িয়ে পরলো গোটা মোহনবাগান দল যার ফলে স্ট্যানলি, আদজা দের সাড়াশি আক্রমণে বিদ্ধস্ত হতে হলো দল কে গোলের নীচে শঙ্গর এদিন ভালো খেলার দরুন গোল মুখ খুলতে ৮৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় কাস্টমস কে। এর মাঝেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দুই দলের দুই ফুটবলার কিন্তু তাও প্রাধান্য বেশি ছিলো কাস্টমস এর খেলায় খেলার একদম অন্তিম মুহূর্ত এ স্ট্যানলির গোলে ম্যাচ অমীমাংসিত রেখে মাঠ ছাড়েন দুই দল। যদিও রেফারি কে ঘিরে বিক্ষোভ দেখা যায় গ্যালারি জুড়ে, উড়ে আসে জুতো, জলের বোতল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অপরদিকে কাস্টমস কোচ রাজীবের সাথেও তর্কে জড়িয়ে পরেন মোহন কোচ কিবু ভিকুনা। এদিন প্রশ্ন উঠলো মোহনবাগান দলের ফিটনেস নিয়ে প্রিসিজনে কি করেছে ফুটবলার রা? যার ফলে ম্যাচের ৬৫ মিনিটেই দাঁড়িয়ে পড়লো গোটা দল। এমনি কিছু বাছা বাছা প্রশ্ন উড়ে আসছে কিবু ভিকুনার দিকে। শেষ কয়েক দশকেও এতো হতশ্রী ভাবে লিগের শুরু করেনি সবুজ মেরুন। মোহনবাগান এখনো দুই ম্যাচ খেললেও তার সংগ্রহীত পয়েন্ট মাত্র ১। এই দল কোথায় গিয়ে শেষ করে সেটাই এখন দেখার

About Author