Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কালো পোশাকে হট অবতারে ধরা দিলেন কিয়ারা আডবাণী

সম্প্রতি কিয়ারা আডবাণীকে দেখা গেল ফিল্ম সিটিতে। কালো রঙের শর্ট ড্রেসে তাঁকে রীতিমত সুন্দরী লাগছিল। তাঁর সেই ছবি ক্যামেরাবন্দি হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। কিয়ারা…

Avatar

সম্প্রতি কিয়ারা আডবাণীকে দেখা গেল ফিল্ম সিটিতে। কালো রঙের শর্ট ড্রেসে তাঁকে রীতিমত সুন্দরী লাগছিল। তাঁর সেই ছবি ক্যামেরাবন্দি হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। কিয়ারা বরাবর নিজের লুক নিয়ে পরীক্ষা করতে পছন্দ করেন। তাঁর এই ছবিটি নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে। তবে কয়েকজন তাঁকে বয়কটের ডাক দিয়েছেন। কারণ কিয়ারা প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বন্ধু ছিলেন। সুশান্ত অনুরাগীদের বক্তব্য ,যে ইন্ডাস্ট্রিতে নেপোটিজম ও মাদকচক্রের জন্য সুশান্তকে নিজের প্রাণ দিতে হলো,সুশান্তের বন্ধু হয়ে কিয়ারা কি করে সেই ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করলেন! কিন্তু নেটিজেনদের একাংশ মনে করছেন,এই ধরনের বক্তব্য অনৈতিক। অভিনয় কিয়ারার পেশা। তিনিও সুশান্তের মৃত্যুর বিচার চান। কিন্তু তার অর্থ এই নয় যে,তাঁকে তাঁর পেশা ছেড়ে দিতে হবে।

কিয়ারা আডবাণীর প্রকৃত নাম আলিয়া আডবাণী। অভিনেতা সলমন খানের পরামর্শ অনুযায়ী তিনি তাঁর নাম পরিবর্তন করে ‘কিয়ারা’ নামটি নেন। কারণ সলমন তাঁকে বলেন,অভিনেত্রী আলিয়া ভাটের সাথে তাঁর অস্তিত্ব দর্শক গুলিয়ে ফেলবে। ফলে তাঁর কেরিয়ারের জন্য তা লাভজনক হবে না।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কিয়ারা আডবাণীর প্রথম ফিল্ম ডেবিউ হলো পরিচালক কবীর সদানন্দ পরিচালিত কমেডি-ড্রামা ‘ফুগলি’। এই ফিল্মটি বক্স অফিসে সাফল্য না পেলেও কিয়ারার অভিনয় প্রশংসিত হয় । ‘ডেকান ক্রনিকলস’ তাঁর অভিনয়শৈলীর প্রশংসা করে। কিয়ারার লুক ও অভিনয় সকলের থেকে আলাদা বলে মনে করেন নেটিজেনরাও। 9ই নভেম্বর ওটিটি প্লাটফর্মে রিলিজ করছে কিয়ারা আডবাণী ও অক্ষয়কুমার অভিনীত ফিল্ম ‘লক্ষ্মী বম্ব ‘। ‘লক্ষ্মী বম্ব’ -এর ট্রেলার ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এই ফিল্মটি একটি হরর কমেডি। নেটিজেনরা আপাতত এই ফিল্মটির অপেক্ষায় রয়েছেন।

About Author