Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সাদা চাদর জড়িয়ে ফটোশুট দম্পত্তির, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ছবি, দেখুন

ঊফ! জাব তাক হে জান তব তাক ইয়ে দিল ইশক কে লিয়ে হাজির হ্যায়। কেরালা দম্পতির ফটোশ্যুট দেখে এমনই প্রেমের গদগদ কথা মনে আসে। হ্যাঁ, বিছানার চাদর জড়িয়ে তোলা পোস্ট…

Avatar

ঊফ! জাব তাক হে জান তব তাক ইয়ে দিল ইশক কে লিয়ে হাজির হ্যায়। কেরালা দম্পতির ফটোশ্যুট দেখে এমনই প্রেমের গদগদ কথা মনে আসে। হ্যাঁ, বিছানার চাদর জড়িয়ে তোলা পোস্ট ওয়েডিং ফটোশুট (Post Wedding Photoshoot) নিয়ে সরগরম নেটদুনিয়া। প্রি ওয়েডিং বাদে পোস্ট ওয়েডিং ফটোশ্যুটে মেতেছেন এই কেরালার দম্পতি। এই দম্পতির নাম কার্তিকেয়ন এবং লক্ষ্মী।সাদা চাদর জড়িয়ে ফটোশুট দম্পত্তির, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ছবি, দেখুনতাঁদের এইরকম ফটোশ্যুটে খুশি নয় বেশীরভাগ নেটিজেনরা। হিন্দি সিনেমার আদলে তাঁরা এই বোল্ড ফটোশ্যুট করিয়েছিলেন। যেখানে দু’জন সাদা বিছানার চাদরে রোম্যান্সে ব্যস্ত। এদিকে বেশীরভাগ নেট নাগরিক এমন ফটোশ্যুট কে অশ্লীল বলে ডাক দিয়েছে। অনেকে নেগেটিভ মন্তব্যও করেছেন। তাতে কি এই দম্পতি যোগ্য জবাবও দিয়েছেন। তাঁরা জানান যে ভাইরাল হওয়া ওই ফটোশুট নিয়ে তাঁর পরিজনদের কোনও মাথাব্যথা নেই। কেউ একবারের জন্য আপত্তিও করেননি। তবে বারবার তাঁদের পরিচিত এমনকী বহু আত্মীয়স্বজনও পরিজনদের এই ছবির জন্য অপমান করেছে। আবার সঙ্গে নেটিজেনদের বেশীরভাগ মানুষ রয়েছেন। তাই এবার আইনি পথে হাঁটার ভাবনাচিন্তা করছেন তাঁরা। যদি কেউ কুমন্তব্য করে তাঁদের বিরুদ্ধে আইনি স্টেপ নেবেন বলে জানিয়েছেন এই চর্চিত কেরালার দম্পতি।সাদা চাদর জড়িয়ে ফটোশুট দম্পত্তির, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ছবি, দেখুনএই দম্পতি এও জানান যে লকডাউনের পর একঘেয়েমি কাটাতে ফটোশুটের কথা ভাবেন। তাই পরিচিত চিত্রগ্রাহক বন্ধুর সাহায্যেই ইদুক্কি চা বাগানে পোস্ট ওয়েডিং ফটোশুট করান তাঁরা।
About Author