মা হওয়ার সুখবর নাগিন খ্যাত অনিতা অনেক আগেই দিয়েছিলেন। এবারে একের পর এক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে লাগলেন লাস্যময়ী অভিনেত্রী। বিভিন্ন দিন বিভিন্ন ড্রেসে পড়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্টে ব্যস্ত অভিনেত্রী।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowভিডিয়োটির ক্যাপশনে অনিতা হাসনন্দানি লিখেছেন, ‘বেবিবাম্প লাভ’। এমনকি কিছুদিন আগে অন্তঃসত্ত্বা হওয়ার পর বেবিমুনের ছবিও শেয়ার করেছিলেন অভিনেত্রী।
স্বামী রোহিত রেড্ডির সঙ্গে বিয়ের ৭ বছরের বিয়ের সম্পর্কে রয়েছেন অনিতা। দীর্ঘ ৭ বছর প্রথমবার মা হচ্ছেন। টেলিভিশনে জনপ্রিয় মুখ অনিতা। স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবরে বেজায় খুশি অনিতার স্বামী। আগামী বছরেই রহিত-অনিতার জীবনে নতুন সদস্য আসতে চলেছে।