
প্রসঙ্গত, এই বছর নবরাত্রি শুরু হচ্ছে ১৭ অক্টোবর শনিবার থেকে, চলবে ২৬ অক্টোবর দশমী পর্যন্ত। প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নয় রাত্রি ধরে দুর্গার নয়টি শক্তির যে পুজো হয় তাকেই নবরাত্রি বলে। এইসময় সবাই মেতে উঠে শারদ নবরাত্রি উৎসবে। পশ্চিমবঙ্গে ষষ্ঠী থেকে উৎসব শুরু হলেও দেশের বিচিন্ন প্রান্তে শুরু হয়ে গিয়েছে নবরাত্রি উৎসব।অঙ্কিতাও নিজে তাঁর একাধিক ছবি পোস্ট করে এই নবরাত্রির উৎসবে মেতে উঠেছেন। রইল তাঁর ইন্সটাগ্রামের একাধিক ছবি।