Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সীমান্তে অশান্তির পরিবেশ ভারত-চিন সম্পর্কে ব্যাঘাত ঘটাচ্ছে, দাবি জয়শঙ্করের

নয়াদিল্লি: এই মুহূর্তে ভারতের সঙ্গে সীমান্তে চিনের সম্পর্কটা একেবারেই ভাল যাচ্ছে না। আর তার ফলে গিয়ে ইতিমধ্যেই পড়েছে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের মধ্যেও। এমনকি চিনা অ্যাপগুলিকেও কার্যত নিষিদ্ধ করে দিয়েছে…

Avatar

নয়াদিল্লি: এই মুহূর্তে ভারতের সঙ্গে সীমান্তে চিনের সম্পর্কটা একেবারেই ভাল যাচ্ছে না। আর তার ফলে গিয়ে ইতিমধ্যেই পড়েছে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের মধ্যেও। এমনকি চিনা অ্যাপগুলিকেও কার্যত নিষিদ্ধ করে দিয়েছে ভারত। চিনা মোবাইল ভারতের বাজারে বন্ধ। গত পাঁচ মাসে লাদাখে দুই দেশই সেনা প্রহরা বাড়িয়েছে। শনিবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

জয়শঙ্কর বলেন, ‘আমাদের এই সীমান্ত সমস্যার সমাধান করা উচিত। এটি একটি খুব জটিল এবং কঠিন বিষয় ঠিকই। বিভিন্ন স্তরে অনেক আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতির জন্য সীমান্ত সমস্যা মেটাতে হবে। এখন যদি শান্তি মারাত্মকভাবে ব্যাহত হয়, তবে স্পষ্টতই কূটনৈতিক সম্পর্ক প্রভাবিত হবে এবং আমরা এটিই দেখছি।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

গত সাত দশকের রাজনৈতিক অগ্রগতির কথা উল্লেখ করেন জয়শঙ্কর৷ ইউরোপের সমৃদ্ধি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপানের পুনরুদ্ধার, সোভিয়েত ইউনিয়নের পতন এবং পরবর্তীকালে আমেরিকা যুক্তরাষ্ট্রের উত্থানের কথা উল্লেখ করেন তিনি৷  কিন্তু বর্তমান যা পরিস্থিতি তাতে ভারত ও চিনের সম্পর্কের রসায়ন কতটা উন্নতির দিকে যাবে, সেটা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে সকলের, এমনটা বলাই যায়।

About Author