Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সিঁথিতে সিঁদুর, পরনে লাল শাড়ি, হট অবতারে ভাইরাল অভিনেত্রী দেবলীনা কুমার

টলি টাউনের বাতাসে এখন অভিনেত্রী দেবলীনা কুমারের সাথে মহানায়ক উত্তম কুমারের পৌত্র ও অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের বিয়ের গুঞ্জন ভাসছে। তার মধ্যেই সিঁথিতে সিঁদুর পরনে লাল তাঁতের শাড়ি পরে বাঙালী এয়োস্ত্রীর…

Avatar

টলি টাউনের বাতাসে এখন অভিনেত্রী দেবলীনা কুমারের সাথে মহানায়ক উত্তম কুমারের পৌত্র ও অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের বিয়ের গুঞ্জন ভাসছে। তার মধ্যেই সিঁথিতে সিঁদুর পরনে লাল তাঁতের শাড়ি পরে বাঙালী এয়োস্ত্রীর সাজে সজ্জিত হয়ে দেবলীনা নিজের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় । তার নিচে ক্যাপশনে লিখেছেন যে,তিনি সেক্সি পোজে ছবি তোলার চেষ্টা করলেও নিজেকে ক্যামেরার সামনে বেশিক্ষণ দ ধরে রাখতে পারেননি। সম্প্রতি দেবলীনা সোনি মিউজিক ইন্ডিয়া থেকে রিলিজ করা ‘গেন্দা ফুল’গানটির আপডেটেড ভার্সনে বাঙালী বৌ-এর সাজে সেজে ডান্স পারফরম্যান্স করেছেন।

এর মধ্যে দেবলীনার বাবা মেয়র পারিষদ দেবাশিস কুমার ও গৌরবের পরিবার পাকা কথা বলেছেন দেবলীনা ও গৌরবের বিয়ে প্রসঙ্গে। গৌরবের পরিবার থেকে ইতিমধ্যেই দেবলীনার জন্য গয়না বানাতে দেওয়া হয়েছে। সম্ভবত পুজোর পরেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন গৌরব ও দেবলীনা। যদি পুজোর পরে করোনা পরিস্থিতির কারণে এই বিয়ে সম্ভব না হয়,তাহলে আগামী বছর জানুয়ারি মাসে কোনো এক তারিখে এই বিয়ে অনুষ্ঠিত হবে বলে শোনা যাচ্ছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এর আগে গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়েছিল অভিনেত্রী অনিন্দিতার। সেই বিয়েতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যক্তিত্ব। কিন্তু এর আড়ম্বর সত্ত্বেও সেই বিয়ে টেকেনি। গৌরব ও অনিন্দিতার বিবাহ-বিচ্ছেদের পর অনিন্দিতা বিয়ে করেন পরিচালক অভিমন্যুকে। কিন্তু অনিন্দিতার সঙ্গে অভিমন্যুর বিয়েও টেকেনি। এখন অনিন্দিতা অভিনেতা সৌরভ দাসের সঙ্গে সম্পর্কে রয়েছেন। অপরদিকে গৌরব সম্পর্কে জড়ান দেবলীনার সঙ্গে। দেবলীনা নাচেও পারদর্শী। প্রায় সারা বছরই তাঁর ডান্স শো থাকে। ফলে বিয়ের তারিখের সাথে যাতে দেবলীনার শোয়ের তারিখের সমস্যা না হয়,সেই ব্যাপারেও ভাবা হচ্ছে।

About Author