Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হলুদ রঙের শাড়িতে ঝড়, পুজোর আগে বোল্ড ভিডিও শুটে অভিনেত্রী মধুমিতা

ইদানিং মধুমিতা সরকার টলি টাউনে দমকা বাতাস নিয়ে এসেছেন। এবার তিনি ঝড় তুললেন হলুদ রঙের শাড়িতে। সম্প্রতি ইন্সটাগ্রামে তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে সিকুইন বসানো হলুদ শাড়ি পরে নানা…

Avatar

ইদানিং মধুমিতা সরকার টলি টাউনে দমকা বাতাস নিয়ে এসেছেন। এবার তিনি ঝড় তুললেন হলুদ রঙের শাড়িতে। সম্প্রতি ইন্সটাগ্রামে তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে সিকুইন বসানো হলুদ শাড়ি পরে নানা ধরনের ভঙ্গিমায় পোজ দিচ্ছেন মধুমিতা। তার সাথে ব্যাকগ্রাউন্ডে বাজছে জনপ্রিয় হিন্দি গান ‘বেদরদী রাজা’। মধুমিতা এই ভিডিওটি শেয়ার করে লিখেছেন যে,তিনি এখন ফুল দেশি মুডে। কিছুদিন আগেই তিনি একই শাড়িতে দুটি ছবি শেয়ার করেছিলেন। ছবিগুলি নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে। ইদানিং মধুমিতাকে বিভিন্ন পোশাকে ফটোশুট করতে দেখা যাচ্ছে। কখনো তাঁর পরনে রয়েছে ফুশিয়া রঙের গাউন,কখনো সবুজ ব্লেজার। তাঁর সব ছবিগুলি নেটিজেনদের নজর কেড়েছে।

শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করলেও মধুমিতা জনপ্রিয়তা পান ‘সবিনয় নিবেদন ‘ ধারাবাহিক থেকে। এই ধারাবাহিকে তিনি একটি অবাঙালি পরিবারের মেয়ের ভূমিকায় অভিনয় করেন। তবে তাঁকে ভালো অভিনেত্রীর তকমা দেয় ‘কুসুম দোলা’ ধারাবাহিকটি। এই ধারাবাহিকে তিনি যে চরিত্রে অভিনয় করেন,তার নাম ইমন। একসময় দর্শকদের ঘরের মেয়ে হয়ে ওঠে ইমন। মধুমিতা টলি টাউনে ডেবিউ করেন ‘লাভ আজ কাল পরশু’ ফিল্মের মাধ্যমে। এই ফিল্মটি হিট হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

 

View this post on Instagram

 

#desi mode on, full on!!! ? . ? @bipradip_chakraborty ?@sumanmakeupartist ?@kiara__sennnn ? @hyattregencykolkata

A post shared by Madhumita Sarcar (@madhumita_sarcar) on

মধুমিতার সঙ্গে একসময় সম্পর্ক গড়ে উঠেছিল অভিনেতা-পরিচালক সৌরভের। ‘সবিনয় নিবেদন’-এর সেট থেকে সৌরভ-মধুমিতার সম্পর্ক গড়িয়েছিল বিয়ের পিঁড়ি অবধি। কিন্তু পরবর্তীকালে তাঁদের বিবাহ-বিচ্ছেদ হয়ে যায়। এখন দুজনেই তাঁদের কেরিয়ার নিয়ে ব্যস্ত।

About Author