এমনকি এই বিষয় নিয়ে কেন্দ্রকে সতর্ক হতে বলা হলেও কেন্দ্র তা ফুঁৎকারে উড়িয়ে নিজের মতন কাজ করে গেছে। কিন্তু করোনা পরিস্থিতিতে দেশের ভেঙে পড়া অর্থনীতি নিয়ে এবার সরাসরি মুখ খোলেন রাহুল গান্ধী। টুইটের মাধ্যমে তিনি নিম্নোক্ত কারণগুলিকেই দেশের খারাপ অর্থনৈতিক অবস্থার জন্য দায়ি করেছেন।এসবের পরেও ফের আরো একবার রাহুল গান্ধী মোদিকে নিয়ে তোপ দাগেন। এছাড়াও তিনি একটি চার্টও প্রকাশ করেছেন যেখানে ২০২০-২১ অর্থবর্ষে নেপাল, ভুটান, মায়ানমার, বাংলাদেশ, শ্রীলঙ্কা, চিন, আফগানিস্তান, পাকিস্তানের পাশাপাশি ভারতের অর্থনৈতিক অবস্থা ১০.৩ শতাংশ সঙ্কোচন হতে চলেছে বলা হয়েছে। সেই নিয়েই তিনি এদিন মোদিকে কটাক্ষ করেন।Another solid achievement by the BJP government.
— Rahul Gandhi (@RahulGandhi) October 16, 2020
Even Pakistan and Afghanistan handled Covid better than India. pic.twitter.com/C2kILrvWUG
ফের ভারতের অর্থনীতি নিয়ে মোদিকে খোঁচা রাহুল গান্ধীর
ভারতীয় অর্থনীতি নিয়ে আরো একবার মোদিকে নিশানা করলেন রাহুল গান্ধী। এদিন তিনি ট্যুইটারে লেখেন, “এটা বিজেপি সরকারের আরও একটি দুর্দান্ত সাফল্য৷” রাহুল গান্ধীর মত ভারতের তুলনায় পাকিস্তান এবং আফগানিস্তানও করোনা…

আরও পড়ুন