Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘নেহু দা বিয়া’, বিয়ের আগে একগুচ্ছ ফটোশুট করলেন নেহা কক্কর

খুব সম্ভবত 21oct বিয়ের সানাই বাজতে চলেছে গায়িকা নেহা কাক্কারের উদ্যানে। আর তাই বিয়ের আগেই নিজের প্রি ওয়েডিং ফটোশুট করালেন নেহা কাক্কার। গোলাপি সালোয়ার-কামিজ একরাশ হাসিতে মিষ্টি লাগছিলো নেহাকে। নিজেই…

Avatar

খুব সম্ভবত 21oct বিয়ের সানাই বাজতে চলেছে গায়িকা নেহা কাক্কারের উদ্যানে। আর তাই বিয়ের আগেই নিজের প্রি ওয়েডিং ফটোশুট করালেন নেহা কাক্কার। গোলাপি সালোয়ার-কামিজ একরাশ হাসিতে মিষ্টি লাগছিলো নেহাকে। নিজেই তিনি তার সোশ্যাল হ্যান্ডেল নতুন ছবি শেয়ার করেছেন। ক্যাপশন এর যোগ করেছেন ‘নেহু দা বিয়া’। নেহার এমন ক্যাপশন দেখে বলিউডে জল্পনা বেড়েই চলেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নেহার অনুরাগীরা আপাতত নেহার বিয়ে নিয়ে মজেছেন। তারই মাঝে প্রকাশ্যে এল ‘নেহু দ্যা বিয়া’র পোস্টার। যেখানে পাঞ্জাবি গায়ক রোহনপ্রীত হলুদ রঙের পাগড়ী চাপিয়ে গায়া সাদা পাঞ্জাবী পড়ে পোজ দিয়েছেন নেহার সঙ্গে। নেহাও একটি গোলাপি রঙের ট্রাডিশনার পোশাকে রয়েছেন। দু’জন এঁকে অপরের দিকে হাসি মুখে তাকিয়ে আছেন।

 

View this post on Instagram

 

#NehuDaVyah by #NehaKakkar ?featuring My Rohu @rohanpreetsingh ♥️ 21st October ?? #NehuPreet ??

A post shared by Neha Kakkar (@nehakakkar) on

এই ছবি শেয়ার করেছন নেহার রোহনপ্রীত। সাথে লিখেছেন, “সকলে যে দিনটির অপেক্ষায় ছিল, অবশেষে সেই দিনটি এসেই গেল। আমাদের প্রথম অফিসিয়াল পোস্টার সামনে এল। মেরী ঘরওয়ালী নেহু, নেহা কক্করের সঙ্গে আমার প্রথম গান আসতে চলেছে ২১ অক্টোবর।” ভাবুন এই গানের জন্য আরও কিছু!

About Author