বৃহস্পতিবার মুম্বাইয়ের বান্দ্রা সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে রণবীর সিংয়ের সঙ্গে। সূত্রের খবর অনুযায়ী জানা যায় যে সেদিন অভিনেতা ডাবিং সেরে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন অভিনেতা। রণবীর সিং-কে দেখা যাবে কবীর খান-এর ‘৮৩’ ছবিতে। খুব সম্ভবত সেই ছবির ডাবিং সেরে বাড়ি ফেরেন তিনি। এই মুভিতেও অভিনয় করবেন দীপিকা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই দুর্ঘটনায় অভিনেতা রণবীরের শরীরে কোনও চোট লাগেনি। তবে, তাঁর গাড়িটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা তিনি খতিয়ে দেখছিলেন, ঠিক সেইসময় পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন রণবীর সিং।