Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাত্র ১৮ হাজার টাকা, দেউলিয়া নিয়ে মুখ খুললেন উদিত পুত্র আদিত্য নারায়ণ

হেডলাইন পড়ে ভাবছেন যে ব্যঙ্কে মাত্র ১৮ হাজার টাকা একজন সেলিব্রিটির থাকতে পারে? এও সম্ভব! হ্যাঁ সম্ভব। স্বয়ং আদিত্য নারায়ণ নিজে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে ‌সরকার যদি লকডাউনের সময় বাড়ায়…

Avatar

হেডলাইন পড়ে ভাবছেন যে ব্যঙ্কে মাত্র ১৮ হাজার টাকা একজন সেলিব্রিটির থাকতে পারে? এও সম্ভব! হ্যাঁ সম্ভব। স্বয়ং আদিত্য নারায়ণ নিজে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে ‌সরকার যদি লকডাউনের সময় বাড়ায় তাহলে লোকে না খেতে পেয়ে মরবে। আমার সমস্ত সঞ্চিত অর্থ আমি মিউচুয়াল ফান্ডে রেখে ছিলাম। যা রেখেছি তা শেষ। নিঃস্ব আমি। সব টাকা আমাকে তুলে নিতে হয়েছে। কারণ, এক বছর কোনও কাজ নেই। আর কোটি কোটি টাকার মালিক আমি নই যে কাজ থাকলেও আমি আনন্দে একটা বছর কাটিয়ে দেবো। বর্তমানে আমার ব্যাঙ্কে মাত্র ১৮ হাজার টাকা রয়েছে। অক্টোবরের মধ্যেও যদি আমি কাজ না শুরু করতে পারি তাহলে আর কোনও উপায় থাকবে না। হয়তো আমায় আমার প্রিয় কোন জিনিস বিক্রি করতে হবে। হতে পারে  সেটা আমার বাইক।

ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাত্র ১৮ হাজার টাকা, দেউলিয়া নিয়ে মুখ খুললেন উদিত পুত্র আদিত্য নারায়ণ

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এদিকে, এই খবরও প্রকাশ্যে এসেছে যে চলতি বছরেই পুরনো বান্ধবী শ্বেতা আগরওয়ালের সঙ্গে বিয়ে করবেন আদিত্য নারায়ণ। এইরকম পরিস্থিতি কিভাবে মোকাবিলা করবেন তাই নিয়ে দুশ্চিন্তার ভাঁজ কপালে নিয়েছেন উদিত নারায়ণ পুত্র আদিত্য নারায়ণ।

About Author