Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

তৈরি চূড়ান্ত তালিকা! অসমে বাদ পড়তে চলেছে ১০ হাজারেরও বেশি নাম

গত বছর থেকেই এনআরসি নিয়ে ধুন্ধুমার চলছিলো। কিন্তু করোনা আবহে সব ধামা চাপা পড়ে গেলেও জানা গিয়েছে অসমে এবার প্রায় ১০ হাজারের নাম এনআরসি তালিকা থেকে বাদ পড়তে চলেছে বাদ…

Avatar

গত বছর থেকেই এনআরসি নিয়ে ধুন্ধুমার চলছিলো। কিন্তু করোনা আবহে সব ধামা চাপা পড়ে গেলেও জানা গিয়েছে অসমে এবার প্রায় ১০ হাজারের নাম এনআরসি তালিকা থেকে বাদ পড়তে চলেছে বাদ পড়তে চলেছেন।  ইতিমধ্যেই এই নির্দেশের আদেশ দেওয়ার কথা বলা হয়েছে।

তৈরি চূড়ান্ত তালিকা! অসমে বাদ পড়তে চলেছে ১০ হাজারেরও বেশি নাম

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নাম বাদ দেওয়া হবে সেটা মৌখিক আদেশ দ্বারাই জানানো হবে। রাজ্যের কোরঅর্ডিনেটর ঋতেশ দেবশর্মা এই নিয়ে একটি একটি নির্দেশনামা জারি করেছেন। গতবছর অগাস্ট মাসে অসমের চূড়ান্ত এনআরসি তালিকা প্রকাশিত হলেও রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া সেটির বৈধতা না দেওয়ায় ওই তালিকা এখনও আইনত বৈধ নয়।

তৈরি চূড়ান্ত তালিকা! অসমে বাদ পড়তে চলেছে ১০ হাজারেরও বেশি নাম

এই এনআরসি তালিকায় রয়েছেন DF (declared foreigners)/DV (‘D’ voters)/PFT (pending in Foreigners Tribunals)। এমনকি আরো একটি বিষয় জানানো হয়েছে যেটি হল ভবিষ্যতে নির্দিষ্ট ব্যক্তির পরিচয় নিয়ে কোনও ঝামেলা তৈরি হয়, তা এক্ষেত্রে স্পষ্ট উল্লেখ করা থাকবে, কী করা উচিত, কী করা উচিত নয়।

About Author