Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জিশান আয়ুবের স্ত্রীর সাধ দিন অভিনেতার পরিবার

মুম্বই: ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ দেশ। কিন্তু সেই দেশে প্রতিনিয়ত ধর্মের দোহাই দিয়ে মেরে ফেলা হয় দুটো মানুষের ভালোবাসাকে। কিন্তু এই চেষ্টায় একশো ভাগের মধ্যে এক ভাগ হয়তো সফলতা ভুল করে…

Avatar

মুম্বই: ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ দেশ। কিন্তু সেই দেশে প্রতিনিয়ত ধর্মের দোহাই দিয়ে মেরে ফেলা হয় দুটো মানুষের ভালোবাসাকে। কিন্তু এই চেষ্টায় একশো ভাগের মধ্যে এক ভাগ হয়তো সফলতা ভুল করে আসলেও আসে কিন্তু ব্যর্থতাই। কারণ, সত্যিকারের ভালবাসা বা প্রেম কোনও বাধা মানে না। ধর্ম তো দূরের কথা। তাই ‘লাভ জিহাদ’ এই শব্দটা নিয়ে যখন কার্যত বাড়াবাড়ি চলছে তনিস্কের একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে, ঠিক তখন সাম্প্রদায়িকতার বার্তা দিলেন অভিনেতা জিশান অযুবের স্ত্রী রাধিকা আগসে।

তনিস্ক যে বিজ্ঞাপনটি দেখিয়েছিল, তা ছিল সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসা এবং দুটো মানুষের ভালোবাসার ফলস্বরূপ পৃথিবীতে নতুন প্রাণের আগমন। কিন্তু বিখ্যাত গয়না বিপনন সংস্থার বিজ্ঞাপনকে ঘিরে হইচই পড়ে যায় বিনোদন জগতে। সমালোচকরা ‘লাভ জিহাদ’ শব্দ ব্যবহার করে এমন সমালোচনার ঝড় তোলেন যে, এই বিজ্ঞাপন বন্ধ করে দিতে বাধ্য হয় তনিস্ক কর্তৃপক্ষ। কিন্তু যারা এই বিজ্ঞাপনে সহমত পোষণ করেছেন, তাদের মধ্যে একজন হলেন বলিউড অভিনেতা জিশান আয়ুব। আর এবার তার স্ত্রী রাধিকা নিজেই নিজের সাধের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সেইসব ছবি পোস্ট করে রাধিকা লিখেছেন ‘‌মনে হল, এটা শেয়ার করি। আমার সাধের অনুষ্ঠান। ‘লাভ জিহাদ’ নিয়ে কান্নাকাটি করার আগে একবার স্পেশাল ম্যারেজ অ্যাক্ট বিষয়ে পড়াশোনা করে নিন।’ এভাবেই সমালোচকদের কড়া জবাব দিয়েছেন রাধিকা। জানা গিয়েছে, যে এই সাধ দিয়েছেন অভিনেতার পরিবারের লোকজন। আর তারপরেই আবেগঘন মুহূর্ত ফ্রেমবন্দি করলেন রাধিকা। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে এই ছবি। আর রাধিকার এই ছবিগুলি আরও একবার চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিল যে, ভালবাসার সব কিছুর ঊর্ধ্বে।

About Author