সেই ১৯৫৮ র গান ‘দাইয়া রে দাইয়া রে চাঁদ গায়া পাপি বিছুয়া’ (Daiya re daiyare chadh gayo papi bichua)। এবারে সেই পুরনো গানের তালে কোমর দোলালেন বলিউডের ছাইয়া ছাইয়া গার্ল। কোরিওগ্রাফার টেরেন্স লুইসের সঙ্গে জুটি বেঁধে নেচে মঞ্চ হিলিয়ে দিলেন মালাইকা। অবশ্য মালাইকা মানেই উষ্ণতা এক আলাদা গ্ল্যামার কাজ করে, সেই গ্ল্যামারাস নায়িকা যখন ২০২০ তে এসে ১৯৫৮ র ‘দাইয়া রে দাইয়া রে’ গানে কোমর দুলাবেন তখন সেই ভিডিও ভাইরাল না হয়ে যায় কোথায়। চলুন দেখে নিই মালাইকার বিছুয়া।
View this post on Instagram
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowহট মালাইকা ড্যান্স রিয়্যালিটি শোয়ে বিচারকের ভুমিকায় ছিলেন। কোভিডের কারণে কিছুদিনের জন্য হোম কয়ারেন্টাইনে থাকেন। বর্তমানে সুস্থ আছেন তিনি। তাই আবারও শ্যুটিং ফ্লোরে পৌঁছে গেছেন এবং ভরপুর মনোরঞ্জন করছেন ছাইয়া ছাইয়া গার্ল।
View this post on Instagram