খেলা

বিরাটের মুকুটে নতুন পালক!

Advertisement
Advertisement

সুরজিৎ দাস : বিরাট কোহলি কার্যত অপ্রতিরোধ্য হয়ে দাঁড়াচ্ছেন বিপক্ষ দলের কাছে তার এর মাঝেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে আবার সেঞ্চুরি হাকিয়ে বিশ্ব ক্রিকেটে নতুন মাইলফক ছুঁলেন তিনি। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে এক দশকে ২০ হাজার রানের মালিক এখন তিনি যা এক বিরল নজির। এর আগে প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং এর ছিলো সর্বোচ্চ রান ১৮,৯৬২ সেই রান কে ছাপিয়ে বিরাটের রান গিয়ে দাঁড়িয়েছে ২০,০১৮ তে। এর সাথে সাথে আরেকটি রেকর্ড ও ভাঙ্গলেন তিনি এখনও অব্ধি ভারত ওয়েস্টইন্ডিজ একদিনের ম্যাচে সর্বোচ্চ রান ছিলো রামনরেশ সারওয়ানের সেই রান কে ছাপিয়ে গেলেন বিরাট বর্তমানে তার রান ১৫ ম্যাচে ৭৯০। যতোদিন যাচ্ছে বিরাট যে অপ্রতিরোধ্য হয়ে উঠছে তা কিন্তু বলাই যায় তাকে নিয়েও অনেক কটাক্ষ হয়েছিলো বিশ্বকাপ ২০১৯ এ ভরাডুবির পর হয়তো তার যোগ্য উত্তর বিরাট দিচ্ছেন তার বাটের মাধ্যমে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button