Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

গান গেয়ে ভাইরাল হলেন নুসরত ফারিয়া, দেখুন ভিডিও

‘পটাকা’ গানটির পর এবার ‘আমি চাই থাকতে’ গানটি গেয়ে ভাইরাল হলেন অভিনেত্রী-গায়িকা নুসরত ফারিয়া। সম্প্রতি গানটি ইউটিউবে মুক্তি পেয়েছে। মিউজিক ভিডিওটির নির্দেশনা ও কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব। মিউজিক ভিডিওয় নুসরতের…

Avatar

‘পটাকা’ গানটির পর এবার ‘আমি চাই থাকতে’ গানটি গেয়ে ভাইরাল হলেন অভিনেত্রী-গায়িকা নুসরত ফারিয়া। সম্প্রতি গানটি ইউটিউবে মুক্তি পেয়েছে। মিউজিক ভিডিওটির নির্দেশনা ও কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব। মিউজিক ভিডিওয় নুসরতের সঙ্গে গেয়েছেন মাস্টার ‘ডি’। এই গানটির মিউজিক ডিরেক্টরও মাস্টার ‘ডি’। ‘আমি থাকতে চাই’ গানটির লিরিকস লিখেছেন সৈয়দ আতিক।নুসরত ফারিয়া বাংলাদেশে যথেষ্ট বিখ্যাত অভিনেত্রী ও গায়িকা। 2015 সালে টলি টাউনেও তিনি ইনিংস শুরু করেছেন ‘আশিকি’ ফিল্মের মাধ্যমে। আইন নিয়ে পাশ করার পর নুসরত ডিবেটে শো-তে ডিবেটার হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন। এরপর তিনি বাংলাদেশের কিছু টিভি কমার্শিয়ালে মডেলিং করেন। এছাড়া বাংলাদেশের রেডিও ফুর্তিতে নুসরত 2015 সালে রেডিও জকি হিসাবে কাজ করেন। তাঁর রেডিও শো সুপারহিট ছিল।বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলে তিনি একজন নামী অ্যাঙ্কর হিসাবেও পরিচিত। তবে তাঁর ‘পটাকা’ মিউজিক ভিডিওটি নেটিজেনদের পছন্দ হয়নি। এই ভিডিওটি যথেষ্ট সমালোচিত হয় এবং নুসরতকেও ট্রোল করা শুরু হয়। কিন্তু ‘আমি থাকতে চাই’ মিউজিক ভিডিওটি নেটিজেনদের একাংশ পছন্দ করেছেন ভিডিওয় নুসরতের সুন্দর লুকের জন্য। তবে এবারেও গানটি নেটিজেনদের অধিকাংশ পছন্দ করেননি।
About Author