Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

টাকা নেই, মারাত্মক অসুখে ভুগছেন বলিউডের এই অভিনেতা

১৯৭০ এবং ২০০০ শতকের মধ্যে বেশ কিছু চলচ্চিত্রে দেখা গেছে ফারাজ খানকে। 'লাভ স্টোরি ৯৮', 'ফারিব', 'মেহেন্দী', 'দুলহান বানু ম্যায় তেরি' সিনেমাগুলিতে অভিনয়ে দেখা গিয়েছিলো ফারাজ খানকে (Faraaz Khan)। বর্তমানে…

Avatar

১৯৭০ এবং ২০০০ শতকের মধ্যে বেশ কিছু চলচ্চিত্রে দেখা গেছে ফারাজ খানকে। ‘লাভ স্টোরি ৯৮’, ‘ফারিব’, ‘মেহেন্দী’, ‘দুলহান বানু ম্যায় তেরি’ সিনেমাগুলিতে অভিনয়ে দেখা গিয়েছিলো ফারাজ খানকে (Faraaz Khan)। বর্তমানে এই অভিনেতার শারীরিক ও আর্থিক অবস্থা দুইই নিম্নগামি। বুকে সংক্রমণ নিয়ে তিনি ভর্তি আছেন বেঙ্গালুরুর বিক্রম হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ( Intensive Care Unit of Bengaluru’s Vikram Hospital)।

গত ৮ অক্টোবর তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল। এরই মধ্যে ফারাজ খানের ভাই ফাহমন খান, যিনি নিজেও একজন অভিনেতা, আর্থিক সহায়তা চেয়েছেন এবং তহবিল সংগ্রহের প্ল্যাটফর্ম স্থাপন করেছেন। ফাহমন খান লিখেছেন যে তার ভাইয়ের মস্তিষ্কেও সংক্রমণ ধরা পড়ে এবং তাদের চিকিত্সার জন্য ২৫ লক্ষ ডলার প্রয়োজন। এই খবর পেতেই মহেশ কন্যা পূজা ভাট এগিয়ে আসেন সাহায্যের জন্য। তিনি নিজেও একটি ট্যুইট করেছেন এবং সকলের কাছে অনুরোধ করেছেন অর্থ সাহায্যের জন্য।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

About Author