Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘থালাইভি’র জন্য প্রায় ৭০ কেজি ওজন করেছিলেন কঙ্গনা রানাউত

'কঙ্গনা রানাউত' বর্তমান বলিউড ইন্ডাস্ট্রির সবথেকে চর্চিত একটি নাম। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে রণাঙ্গনে রনং দেহি রূপে সমগ্র বলিউডকে হিলিয়ে রেখে দেন। সেই কঙ্গনা রানাউতের একটি মুভি সম্প্রতি…

Avatar

‘কঙ্গনা রানাউত’ বর্তমান বলিউড ইন্ডাস্ট্রির সবথেকে চর্চিত একটি নাম। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে রণাঙ্গনে রনং দেহি রূপে সমগ্র বলিউডকে হিলিয়ে রেখে দেন। সেই কঙ্গনা রানাউতের একটি মুভি সম্প্রতি রিলিজের মুখে। তামিলনাড়ু প্রদেশের বিখ্যাত রাজনৈতিক নেত্রী জয়ললিতা জয়রামের (J.Jayalalithaa) জীবন কাহিনী ভিত্তিক এই ছবি। নাম ‘থালাইভি'(Thalaivi)। মুখ্য চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা রানাউত। সম্প্রতি। নিজের ইন্সটাগ্রামে সেই ছবি পোস্ট করেছেন অভিনেত্রী

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে, ছিপ ছিপে কঙ্গনা অনেকটা ওজন বাড়িয়েছেন। নিজেই সেই ছবি পোস্ট করে জানান যে তিনি ৭০.৩ কেজি ওয়েট করেছিলেন শুধুমাত্র এই সিনেমাটি তৈরি করার জন্যে। কঙ্গনার এমন পরিবর্তন দেখে চমকে গিয়েছিলেন কঙ্গনার ফিটনেস ট্রেনার নিজেও। তবে সেই ৭০.৩ থেকে ৫৪ তে ফেরার অসম্ভব প্রয়াস করেছেন কুইন। ফিরেও এসেছেন। সম্প্রতি, তিনি নিজের আরেকটি ছবি পোস্ট করেন, যেখানে কঙ্গনা যোগা করছেন।

'থালাইভি'র জন্য প্রায় ৭০ কেজি ওজন করেছিলেন কঙ্গনা রানাউত

এই ছবি পোস্ট করে কঙ্গনা লেখেন। “আমি থালাইভির জন্য ২০ কেজি ওজন বাড়িয়েছিলাম, এবার আবারও আগের চেহারায় ফিরে যাওয়ার কাছাকাছি পৌঁছে গেছি।”

 

View this post on Instagram

 

A post shared by Kangana Ranaut (@kanganaranaut) on

অভিনেতা হোক বা অভিনেত্রী, এঁদের কাছে ওজন বাড়ানো কমান কোন ব্যপারই না। বরং আমরাই হিমসিম খাই বাড়তি ওজনের সমস্যা নিয়ে।

About Author