Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ব্রিটিশ সঙ্গীত শিল্পীর কণ্ঠে হিন্দি সুফি গান, নেট দুনিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

একেই হিন্দি গান শুনলে শরীর দুলে উঠে, তারপরে যদি সেইরকম জম্পেশ রিদিম থাকে তবে আর কে বেঁধে রাখে। বলিউডে এমন এমন গানের গাঁথা আছে যা সারা বিশ্বের মানুষকে এক করে…

Avatar

একেই হিন্দি গান শুনলে শরীর দুলে উঠে, তারপরে যদি সেইরকম জম্পেশ রিদিম থাকে তবে আর কে বেঁধে রাখে। বলিউডে এমন এমন গানের গাঁথা আছে যা সারা বিশ্বের মানুষকে এক করে রাখতে পারে। ঠিক সেরকমই এক ব্রিটিশ সঙ্গীতশিল্পী ২০১৭ তে দুবাইয়ের মাটিতে গেয়েছিলেম ‘দামা দাম মস্ত কলন্দর’ যা সেইসময় খুব ভাইরাল হয়।

হ্যাঁ, একজন ব্রিটিশ মহিলার কণ্ঠে বলিউডের হিন্দি গান ‘দামা দাম মস্ত কলন্দর’ (Dama Dam Mast Qalandar) খুব ভাইরাল হয়েছিলো ২০১৭ সালে। আবারও সেই গানের ভিডিও ভাইরল। লেফটেন্যান্ট জেনারেল কেজেএস ধিলন টুইটারে পোস্ট করেন এই একই ভিডিও। ব্রিটিশ সংগীতশিল্পী তানিয়া ওয়েলস ( Tanya Wells) দুবাইয়ের রাস্তায় সুফি ক্লাসিক পরিবেশন করেন। চলুন শুনে নিই সেই ভাইরাল গান।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই ট্যুইটের রিপ্লাইয়ে একজন তো লিখেইছেন, “ওয়াহা … দিল খুশ কর দিত্তা … আমার মুখে হাসি এনেদিল। “

About Author