পৃথিবীর কক্ষপথে বুঝি ঢুকে পড়েছে ব্যর্থ হওয়া চন্দ্রাভিযানের টুকরো যা দেখে বিজ্ঞানীদের মনে হয়েছিলো ওটি হয়তো চাঁদের রেপ্লিকা বা আরেক টি চাঁদ। কিন্তু পড়ে জানা যায় আসল সত্য।আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের মাইনর প্ল্যানেট সেন্টার থেকে টেলিস্কোপ দিয়ে ওটি দেখা হয়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবিজ্ঞানীদের মতে পৃথিবীর কক্ষপথে ঢুকে পড়ার ঘটনা মহাকাশের ইতিহাসে এর আগেও ঘটেছে বলা ভাল এটি প্রথম নয়।এর আগে ২০০৬ সালে আরএইচ ১২০ নামের এক গ্রহাণু ঢুকে পড়েছিল পৃথিবীর কক্ষপথে। আর তারপরেই আবার এই ঘটনা ঘটল।
১৯৬৬ সালে মার্কিন গবেষণা সংস্থা নাসার তরফে চাঁদের মাটিতে একটি রকেট পাঠানো হয়। ব্যর্থ হয়ে যাওয়া ওই রকেট দীর্ঘ ৫৪ বছর খোজ পায়নি নাসা। কিন্তু এত বছর পর আবারো পৃথিবীর কক্ষপথে এসে পড়ার ফলে ওটিকে চাঁদ বলে মনা করা হয়। জানা গিয়েছে ২০২০ সালের অক্টোবর থেকে ২০২১-এর মে মাসের মধ্যে ফের কক্ষপথ পালটে ফেলবে।