দেশজুড়ে বন্ধ এসবিআই-এর নেট ব্যাঙ্কিং পরিষেবা। ব্যাঙ্কের তরফে ট্যুইট করে এই তথ্য জাননো হয়েছে। কারিগরি সমস্যাটি সমাধানের চেষ্টা চলছে। যার জেরে কার্যত সমস্যার মুখে পড়েছে দেশের আম জনগন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএদিন এসবিআই কর্তৃপক্ষ ট্যুইট করে জানান, “কোর ব্যাঙ্কিং ব্যবস্থা সেই কারণেই খানিকটা বিপর্যস্ত। বারবার সংযোগের সমস্যা ঘটছে এসবিআই-তে। দুপুরের মধ্যে পরিস্থিতি সামাল দেওয়া যাবে বলে মনে করা হচ্ছে”। তবে ব্যঙ্কের আশ্বাস এটিম এবং পিওএস মেশিন ঠিকঠাক কাজ করছে।
করোনা পরিস্থিতিতে ব্যাঙ্ক বন্ধ থাকার সময় কাজ দিয়েছে এই নেট ব্যাঙ্কিং পরিষেবা। এমনকি এখনো এই অতিমারি পরিস্থিতিতে বেশির ভাগ মানুষ নেট ব্যাঙ্কিং এর মাধ্যমেই কাজ চালাচ্ছেন। বলা ভালো বিপদ এড়াতে টাকার বদলে মানুষ এখন রি পদ্ধতিতেই টাকার লেন দেন করছে। আর তার মধ্যে এই ব্যবস্থাও বন্ধ থাকায় বিপদে পড়ে আম জনতা।