বিরাট কোহলি (Virat Kohli)-অনুষ্কা শর্মার (Anushka Sharma) সংসারে আগামী বছরের শুরুতেই আসতে চলেছে নতুন সদস্য, পাশাপাশি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জাহির খান (Zaheer Khan) ও অভিনেত্রী সাগরিকা ঘাটগে (Sagarika Ghatge) এর পরিবারেও আসতে চলেছে নতুন সদস্য। লকডাউনে খুশির খবর যেন থামছেই না। তবে ঘনিষ্ঠ সূত্রে খবর এই দুই সেলেব কাপলের ঘরে আসতে চলেছে নতুন কেউ। সম্প্রতি সাগরিকার তাঁর স্বামীর একগুচ্ছ ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন, যেই ছবিগুলি দেখে বোঝা সম্ভব নয় আদৌ সাগরিকা প্রেগন্যান্ট কিনা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসেই ২০০৭ সালে শাহরুখ খান অভিনিত ‘চক দে! ইন্ডিয়া’ ছবি দিয়েই বলিউডে পথ চলা শুরু হয় সাগরিকার। এর ঠিক ১০ বছর পর ক্রিকেটার জাহির খানের সঙ্গে বিয়ে করেন সাগরিকা। এখনও পর্যন্ত সুখবর শোনানি এই দম্পতি। বর্তমানে সাগরিকা ঘাটগে আরব আমিরশাহীতেই রয়েছেন তাঁর স্বামীর সঙ্গে। ৭ তারিখ ছিল জাহির খানের জন্মদিন। একটি ভিডিও প্রকাশ পায়, যেখানে সাগরিকা কালো ঢিলে ঢালা ড্রেসে হাজির ছিলেন। এই ভিডিও দেখে অনেকে অনুমান করেন যে সাগরিকা হয়তো অন্তঃসত্ত্বা। যদিও বিশেষ সূত্রে খবর, খুব শীঘ্র গুডনিউজ শোনাতে পারেন এই দম্পতি।