দেশনিউজ

ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবিতে ফের অনশনে বসলেন তপস্বী ছাউনির মহন্ত পরমহংস দাস

Advertisement
Advertisement

অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী ৫ অগাস্ট ভিত পুজো করার পর থেকেই অযোধ্যায় মন্দির নির্মাণের কাজ পুরোদমে চলছে। উত্তরপ্রদেশের প্রশাসন জানাচ্ছে, ২০২৪ সালের মধ্যে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ শেষ হয়ে যাবে।

Advertisement
Advertisement

Advertisement

আবারও একবার অযোধ্যার তপস্বী ছাউনির মহন্ত পরমহংস দাস অনশনে বসেছেন। তাঁর এবারের দাবি, ভারতকে হিন্দু রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে হবে। তার মতে এই দেশে সব থেকে বেশি বাস করে হিন্দুরা, তাই তাদের কথা ভেবেই এই দেশকে হিন্দু রাষ্ট্র বলে অবিলম্বে ঘোষণা করা উচিত।

Advertisement
Advertisement

প্রসঙ্গত, এর আগেও তিনি একবার অনশনে বসেছিলেন, তার দাবি ছিলো রাম মন্দির নির্মাণের কাজ। কাজ শুরু হওয়ার আগে পর্যন্ত তিনি আমরণ অনশন করবেন বলে জানিয়েছিলেন। তার অনশন ভাঙ্গাতে একে একে বহু নেতা তার শরণে যান, কিন্তু কোন লাভই হয়নি। এরপর খানিক বাধ্য হয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর সঙ্গে দেখা করতে যান। তার সাক্ষাতের পরেই অনশন তপস্বী ছাউনির মহন্ত পরমহংস দাস ভাঙ্গেন।

Advertisement

Related Articles

Back to top button