Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনা পরিস্থিতিতেও মেট্রোয় আত্মহত্যার চেষ্টা যুবতীর, ঘন্টা খানেক বন্ধ রাখা হল পরিষেবা

কলকাতাঃ মেট্রোতে আত্মহত্যা করা কোন নতুন বিষয় নয়। এই বিষয়ের সাথে অনেকটাই অভ্যস্ত শহর কলকাতা। কিন্তু করোনা আবহে বিগত ছয় মাসে বদলে গেছে গোটা ছবি। দিনের পর দিন মানুষ ঘরে…

Avatar

কলকাতাঃ মেট্রোতে আত্মহত্যা করা কোন নতুন বিষয় নয়। এই বিষয়ের সাথে অনেকটাই অভ্যস্ত শহর কলকাতা। কিন্তু করোনা আবহে বিগত ছয় মাসে বদলে গেছে গোটা ছবি। দিনের পর দিন মানুষ ঘরে বোসে থেকেছে। প্রানের ভয়ে বহু দিন কাজ ছেড়ে বাড়ি বসে থেকেছেন। কিন্তু পরিস্থিতি আগের থেকে স্বাভাবিক হতে না হতেই এক এক করে শুরু হয়েছে আনলক প্রক্রিয়া।

সামনে পুজো। আর পুজোর কেনাকাটা করতে গিয়ে জাতীয় শহরবাসীকে কোনও অসুবিধার সম্মুখীন না হতে হয়, সে কথা মাথায় রেখেই এমন মেট্রো কর্তৃপক্ষ রবিবারেও মেট্রো চালানোর সিদ্ধান্ত নেয়। আর আজ সকালেই এক যুবতী বেলগাছিয়া মেট্রো ষ্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ওই যুবতী বেলগাছিয়া স্টেশনে পৌঁছে ই-পাস কাটেন। এরপরেই বেলগাছিয়া স্টেশনের ডাউন লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। মেট্রো লাইনে ঝাপ দেওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে উদ্ধার করেন মেট্রো কর্মীরা। উদ্ধারের পর তাঁকে আর জি কর হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। যার জেরে বেলা সাড়ে ১১টা থেকে ১২টা ২০ পর্যন্ত বন্ধ রাখা হয় বেলগাছিয়া মেট্রো পরিষেবা। কিন্তু কেন ওই যুবতী এমন করলো এবং তাঁর নাম এখনও পর্যন্ত নাম জানা যায়নি।

গত মাসের প্রায় ১৪ তারিখ থেকে চলছে মেট্রো। কেটে গেছে প্রায় এক মাস। আর আগের থেকে একটু একটু করে বাড়ছে যাত্রীদের ভিড়। টালিগঞ্জ, কালীঘাট, দক্ষিণ কলকাতার এই দুই স্টেশন অন্যদিকে উত্তর কলকাতার  মহাত্মা গান্ধী রোড স্টেশন, মধ্য কলকাতার এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, এই দুই স্টেশন থেকে ই-পাস নেওয়ার সংখ্যা বেড়েছে। সেকথা মাথায় রেখে ই-মেট্রো পাসও বাড়ানো হবে বলে জানানো হয়েছে।

About Author