বয়স ৪০ ছুঁই ছুঁই এই অভিনেত্রীর। কিন্তু তাঁর লাস্যময়ী গড়ন দেখলে যেকোনো মেয়ের ঈর্ষার কারণ হয়ে দাড়াতে পারে। সুভাষ ঘাই পরিচালিত তাল (১৯৯৯) ছিলো তার অভিনীত সর্বপ্রথম চলচ্চিত্র। এখনও পর্যন্ত তিনি তেলুগু, তামিল, হিন্দি, কন্নড় এবং পাঞ্জাবি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে তিনটি হিন্দি ধারাবাহিকে তিনি বেশি জনপ্রিয়তা পেয়েছেন। দুটিতেই নেগেটিভ রোলে অভিনয় করেছিলেন তিনি।

হ্যাঁ আমরা কথা বলছি Naagin অভিনত্রী অনিতা হাসানন্দনি প্রসঙ্গে। সুখবর দিলেন অভিনেত্রী। মা হতে চলেছেন তিনি।

কাভি সউতেন কাভি স্যাহেলি, ইয়ে হ্যায় মহাবাতে, নাগিন ৩ তে চুটিয়ে অভিনয় করেছেন অনিতা।

এরই মধ্যে অনিতার স্বামী রোহিত রেড্ডি একটি ছবি পোস্ট করেন, যা দেখেই অনুরাগীরা অনুমান করে নেন অভিনেত্রী অন্তঃসত্ত্বা।
একদমই তাই, বেবি বাম্প সহ নিজের ছবি পোস্ট করেন অভিনেত্রী।
আবার নোটবন্দি? রাতারাতি ৫০০ টাকার নোট বাতিল হলে কী করবেন?