কলকাতা: বৃহস্পতিবার বিজেপির নবান্ন অভিযান ঘিরে কার্যত উত্তাল হয়ে উঠেছিল গোটা শহর এবং শহরতলি। করোনা পরিস্থিতিকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে কাতারে কাতারে লোক এই নবান্ন অভিযানে যোগ দিয়েছিল। এমনকি বিজেপির যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য এসেছিলেন এই অভিযানে নেতৃত্ব দিতে। আর এদিনের ঘটনায় করোনা মহামারী আইন ভাঙার অপরাধে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, অর্জুন সিং, লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ। এই একই অপরাধে এফআইআর দায়ের করা হয়েছে রাকেশ সিং, ভারতী ঘোষ ও জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধেও। তবে এটা অপরাধ হলে তা তৃণমূল-কংগ্রেসের বেলায় ছাড় কেন? এই প্রশ্নে সরব হয়েছেন দিলীপ ঘোষ।
বৃহস্পতিবার বিজেপির নবান্ন অভিযান নিয়ে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘এই মিছিলের অনুমতি ছিল না। নবান্নের চারপাশে 144 ধারা জারি থাকে। তাই অন্যত্র এই মিছিল করতে বলা হয়েছিল বিজেপিকে। কিন্তু তারা তা না শুনে সহিষ্ণুতা দেখিয়েছে। আর তার জন্যই কলকাতা পুলিশ এফআইআর দায়ের করেছে তাদের বিরুদ্ধে।’ এমনটাই জানিয়েছেন তিনি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে কলকাতা পুলিশের এই এফআইআরকে গুরুত্ব দিতে নারাজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি এ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘এই রাজ্যে দু’রকম আইন। শাসকদল মিছিল করছে। বিজেপি করলেই দোষ? করোনা মহামারী আইন কি শুধুই বিজেপির উপর প্রযোজ্য হবে? শাসকদল তৃণমূল-কংগ্রেসের ওপর এটা কি প্রযোজ্য হবে না?’ এভাবেই কলকাতা পুলিশকে খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন দিলীপ ঘোষ।