Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

১১ ফুটের হলুদ অজগর নিয়ে সুইমিং পুলে সাঁতার কাটছে ৮ বছরের একটি মেয়ে, দেখুন ভাইরাল ভিডিও

ভাবতেই পারবেন না একটা ৮ বছরের মেয়ে হলুদ পাইথন 'অজগর' নিয়ে সুইমিং পুলে খেলছে। আমরা তো সাপ দেখলেই পাই পাই করে উল্টো মুখে পালাই। কিন্তু, এই ৮ বছরের বাচ্চা মেয়েটি…

Avatar

ভাবতেই পারবেন না একটা ৮ বছরের মেয়ে হলুদ পাইথন ‘অজগর’ নিয়ে সুইমিং পুলে খেলছে। আমরা তো সাপ দেখলেই পাই পাই করে উল্টো মুখে পালাই। কিন্তু, এই ৮ বছরের বাচ্চা মেয়েটি তাঁর খেলার সঙ্গী হিসেবে পাইথন সিলেক্ট করেছে। আমার আপনার ঘরের মেয়েরা কি নিয়ে খেলে? বা আপনি ছোটবেলায় কি নিয়ে খেলেছেন? হয় রান্নাবাটি কিংবা পুতুল কিংবা গাড়ি। তাই তো? কিন্তু এ একদম উল্টো। একটা জ্যান্ত হলুদ লম্বা পাইথন নিয়ে গায়ে জড়িয়ে খেলছে বছর ৮ এর বাচ্চা মেয়ে। বলি ভয় ডর কি নেই প্রানে? ইস্রায়েলি মেয়েটি (The Israeli girl) তার পোষা সাপের সাথে এভাবে খেলা করার ভিডিও পোস্ট করতেই বিভিন্ন জন বিভিন্ন কমেন্ট করতে থাকেন। রইল সেই কমেন্টের সামান্য কিছু অংশ।১১ ফুটের হলুদ অজগর নিয়ে সুইমিং পুলে সাঁতার কাটছে ৮ বছরের একটি মেয়ে, দেখুন ভাইরাল ভিডিওঅজগর সাপটির নাম রেখেছে বেল ( Belle)। Beauty and the Beast মুভি দেখে এই অজগরটির নাম রাখা হয়েছে বেলে। ইনবার বলেছিল যে করোনা ভাইরাস লকডাউন চলাকালীন বেল ভাল কোম্পানী দিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে স্কুল বন্ধ থাকার কারণে বেলের সঙ্গে দুর্দান্ত সময় কাটানো গিয়েছে। ইনাবার মা একটি ইন্টারভিউতে বলেন যে বেল ও ইনাবা দুজন একই সঙ্গে বড় হয়েছে। ছোট বেলা থেকে একই সঙ্গে সাঁতার কাটতো ওঁরা।
About Author