Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পুজোর আগে প্রতিমা দর্শন, পুজো স্পেশাল বিজ্ঞাপনের শুটিংয়ে মহারাজ

কলকাতা: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর এই উৎসবে মহা অষ্টমীর দিন পাঞ্জাবি পরে অঞ্জলি দেওয়ার হিড়িক রয়েছে বাঙালির মধ্যেই। যদিও করোনা পরিস্থিতির কারণে এবারের পুজো অন্যবারের থেকে অনেকটাই আলাদা। তবুও…

Avatar

কলকাতা: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর এই উৎসবে মহা অষ্টমীর দিন পাঞ্জাবি পরে অঞ্জলি দেওয়ার হিড়িক রয়েছে বাঙালির মধ্যেই। যদিও করোনা পরিস্থিতির কারণে এবারের পুজো অন্যবারের থেকে অনেকটাই আলাদা। তবুও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব বলে কথা। তাই আনন্দ তো একটু হতেই হবে। যদিও কেনাকাটার জন্য বাজারে খুব একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে না।

অনলাইনে বেশিরভাগ লোক কেনাকাটা করছে। তবুও দুই সপ্তাহ বাকি নেই পুজোর। আর এই মুহূর্তে তাই সকলের মধ্যেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর এরই মাঝে পুজোর আগেই মা দুর্গার সঙ্গে দেখা গেল ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পরনে নীল, আকাশি, সবুজ বিভিন্ন রঙের পাঞ্জাবি আর সঙ্গে মা দুর্গা। পুজো স্পেশাল বিজ্ঞাপনের শুটিংয়ে এমন সাজেই দেখা গেল মহারাজকে। সেইসব ছবি তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। পুজোর আগে সকলের প্রিয় দাদার সঙ্গে প্রতিমা দর্শন করার এই সুযোগ পেয়ে বাঙালিরা স্বভাবতই খুশি। সৌরভের এইসব ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

View this post on Instagram

A little bit of brightness in this dull times

A post shared by SOURAV GANGULY (@souravganguly) on

About Author