Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আর কিছুদিনের অপেক্ষা, পৃথিবী থেকে স্পষ্ট দেখা যাবে মঙ্গল গ্রহ

অক্টোবর মাসের ১৩ তারিখে এক বিরল মাঙ্গলিক দৃশ্যের সাক্ষাৎ হতে চলেছে বিশ্ববাসীর। মঙ্গল নিয়ে আমাদের আগ্রহ কম নেই, অনেকেই কথায় কথায় বলেন মঙ্গলে চলে যাব। জানা গিয়েছে এই মাসেই মঙ্গল…

Avatar

অক্টোবর মাসের ১৩ তারিখে এক বিরল মাঙ্গলিক দৃশ্যের সাক্ষাৎ হতে চলেছে বিশ্ববাসীর। মঙ্গল নিয়ে আমাদের আগ্রহ কম নেই, অনেকেই কথায় কথায় বলেন মঙ্গলে চলে যাব। জানা গিয়েছে এই মাসেই মঙ্গল গ্রহ অবস্থান করবে সূর্যের বিপরীতে। আর এ সময়ে পৃথিবী থাকবে মঙ্গল গ্রহ এবং সূর্যের মধ্যবর্তী অবস্থানে।

কিন্তু স্কাই অ্যান্ড টেলিস্কোপ-এ প্রকাশিত প্রতিবেদন সাফ জানাচ্ছে যে এ বার মঙ্গল গ্রহকে ঠিক চাঁদের মতোই স্পষ্ট দেখা যাবে। ন্যাশনাল এরোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন ওরফে নাসা-র ট্যুইট করা ছবি আর ভিডিও দেখে আমরা অনেকেই আনন্দ পাই কিন্তু পুরোপুরি শান্তি পাইনা। আমাদের জিজ্ঞাস্য যেন আরো বেড়ে যায় রোজ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

চলতি বছরের এই অক্টোবর মাস একের পর এক মহাজাগতিক বিস্ময়ের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে পৃথিবীবাসীকে। আশা করা হছহে এই মহাজাগতিক বস্তু দেখার জন্য প্রত্যেকেই অপেক্ষা করে আছেন।

 

About Author