আলিপুরদুয়ার: একদিকে যখন রাজ্য-রাজ্যপাল সংঘাত অব্যাহত, ঠিক তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ রাজ্যপাল জগদীপ ধনকর। আজ, শুক্রবার আলিপুরদুয়ারে শহীদ বিপুল রায়ের পরিবারের সঙ্গে দেখা করতে যান রাজ্যপাল। কয়েক মিনিটের ঝটিকা সফরে গিয়ে প্রধানমন্ত্রীর প্রশংসায় একেবারে পঞ্চমুখ হয়ে ওঠেন তিনি।
মোদির প্রশংসা করে রাজ্যপাল বলেন, ‘ভারত বদলাচ্ছে। সঠিক পথেই বদলাচ্ছে। ভারতের প্রাচীন গৌরব দেখা যাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পৃথিবীর শ্রেষ্ঠ নেতাদের মধ্যে একজন। এটা নিয়ে বিবাদের কিছু নেই। এটাই সত্যি। প্রাচীন ভারতের যে ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্যই ভারতে আবারও ফিরে আসবে। এভাবেই প্রধানমন্ত্রীর প্রশংসায় মুখরিত হতে দেখা গিয়েছে জগদীপ ধনকরকে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএদিন শহীদের বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রীর প্রশংসা করার পাশাপাশি প্রায় 25 মিনিট পরিবারের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। শহীদ বিপুল রায়ের স্ত্রী এবং মায়ের হাতে সাড়ে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন তিনি। যদিও একদিন পর শহীদের বাড়িতে রাজ্যপালের পা রাখা প্রসঙ্গে আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী রাজ্যপালকে কটাক্ষ করতে ছাড়েননি।