Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পড়নে লাল শাড়ি, হাতে লাল চুড়ি, রাতারাতি বদলে গেল অক্ষয় কুমার, চমকে ভরপুর ভিডিও

হাসি আর ভয় মিলিয়ে বিনোদনের একটা পারফেক্ট ডোজ আমরা হিন্দি মুভি 'O Stree kal aana' তে আমরা পেয়েছি। এবারে আরও একটি ভয় ও বিনোদনে গাঁথা সিনেমার ট্রেলার মুক্তি পেল, যেখানে…

Avatar

হাসি আর ভয় মিলিয়ে বিনোদনের একটা পারফেক্ট ডোজ আমরা হিন্দি মুভি ‘O Stree kal aana’ তে আমরা পেয়েছি। এবারে আরও একটি ভয় ও বিনোদনে গাঁথা সিনেমার ট্রেলার মুক্তি পেল, যেখানে মুখ্য ভুমিকায় রয়েছেন অক্ষয় কুমার। ‘লক্ষ্মী বম্ব’-এর ট্রেলার প্রকাশ পেতেই দেখা গেল, অক্ষয় কুমার বলছে “ভূত বলে কিছু হয়না, যেদিন আমার সামনে ভূত আসবে, শপথ করছি সেদিন চুড়ি পরে নেব।”

কিন্তু রাতারাতি বদলে গেল অক্ষয়ের বচন। শেষে নিজেই লাল শাড়ি, লাল চুড়ি পড়ে অদ্ভুত আচরণ করতে লাগলেন। অক্ষয়ের এই বদলে যাওয়ার মধ্যেই লুকিয়ে রয়েছে ছবির আসল মজা ও রহস্য। সেটা কি তা ছবি মুক্তি পেলেই বোঝা যাবে। ট্রেলারটি শেয়ার করে অক্ষয় লিখেছেন, “যেখানেই আছেন, ওখানেই দাঁড়িয়ে যান, লক্ষ্মী বম্ব ট্রেলার দেখার জন্য তৈরি হয়ে যান।” চলুন দেখে নিই ট্রেলারটি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দীপাবলিতে মুক্তি পাচ্ছে এই ছবি। ৯ নভেম্বর ডিজনি হটস্টারে দেখা যাবে অক্ষয় কুমার ও কিয়ারা আদভানি অভিনীত ‘লক্ষ্মী বম্ব’।

About Author